ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান

খলিল নামের একটি ছোট্ট ফিলিপিনো ছেলে, সবুজ এবং নীল ডোরাকাটা টি-শার্ট পরে আছে। তার মাথার চুল কামানো এবং তার উপরে একটি ছোট মাইক্রোফোন ক্লিপ করা আছে। সাদা হাসপাতালের পটভূমি রয়েছে। কথা বলার মাঝখানে সে ক্যামেরার দিকে মুখ করে আছে।

ছবির উৎস, Chance Letivka

    • Author, সিমি জোলাওসো
    • Author, জ্যাক গুডম্যান
    • Author, সারা বাকলে
    • Role, বিবিসি আই ইনভেস্টিগেশনস

সতর্কতা: এই প্রতিবেদনের কিছু বিষয়বস্তু পাঠকের অস্বস্তির কারণ হতে পারে।

একটি ছোট ছেলে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তার গায়ের রঙ ফ্যাকাশে, মাথায় কোনো চুল নেই।

"আমার বয়স সাত বছর এবং আমার ক্যান্সার হয়েছে," বলছে সে, "দয়া করে আমার জীবন বাঁচান এবং আমাকে সাহায্য করুন।"

খালিল—যাকে ছবিতে দেখা যাচ্ছে—এই ভিডিও ধারণ করতে চায়নি, বলছেন তার মা আলজিন।

তাকে বলা হয়েছিল ছেলের মাথার চুল কামিয়ে দিতে। এরপর একটি চলচ্চিত্র দলের সদস্যরা তাকে নকল স্যালাইন লাগিয়ে দেয় এবং পরিবারকে বলা হয়েছিল যেন জন্মদিনের অভিনয় করে। তাকে ইংরেজিতে শেখানো একটি স্ক্রিপ্ট মুখস্থ করে বলতে বলা হয়েছিল।

আলজিন বলছেন, খলিলের চোখে পানি আনার জন্য তার পাশে পেঁয়াজ রাখা হয়েছিল এবং চোখের নিচে মেনথল লাগানো হয়েছিল—যা তার মোটেই ভালো লাগেনি।

আলজিন এতে রাজি হয়েছিলো কারণ সেটআপটি নকল হলেও খলিল সত্যিই ক্যান্সারে আক্রান্ত ছিল।

তাকে বলা হয়েছিল এই ভিডিওর মাধ্যমে ভালো চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হবে এবং অর্থ সংগ্রহ হয়েছিল—খলিলের নামে পাওয়া একটি প্রচারণা অনুযায়ী এর পরিমাণ ছিল ২৭ হাজার ডলার।

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

কিন্তু আলজিনকে জানানো হয়েছিল প্রচারণাটি ব্যর্থ হয়েছে এবং তিনি এই অর্থের কিছুই পাননি—শুধু ৭০০ ডলার শুটিং ফি পেয়েছিলেন সেদিন। এক বছর পর খলিল মারা যায়।

বিশ্বজুড়ে অসুস্থ বা মৃত্যুপথযাত্রী শিশুদের অভিভাবকদের অনলাইন প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে শোষণ করা হচ্ছে বলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে জানা গেছে।

জনসাধারণ এমন সব প্রচারণায় অর্থ দিয়েছেন, যেগুলোতে দাবি করা হয়েছিল— জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে।

আমরা এরকম ১৫টি পরিবারকে চিহ্নিত করেছি, যারা বলছেন তারা সংগৃহীত অর্থের সামান্য অংশও পাননি এবং অনেক সময় জানতেনই না যে তাদের নামে প্রচারণা চালানো হয়েছে—যদিও তারা মর্মস্পর্শী ভিডিও ধারণে অংশ নিয়েছিলেন।

বিবিসি আই ইনভেস্টিগেশনস যে নয়টি পরিবারের সঙ্গে কথা বলেছে—যাদের প্রচারণা একই প্রতারণা চক্রের অংশ বলে মনে হচ্ছে—তারা বলছেন তাদের নামে সংগৃহীত চার মিলিয়ন ডলার (৪০ লাখ) অর্থের কিছুই তারা পাননি।

এই নেটওয়ার্কের একজন হুইসেলব্লোয়া বলেছেন তারা খুঁজতেন 'সুন্দর শিশু' যারা "তিন থেকে নয় বছরের মধ্যে… মাথায় চুল থাকবে না"।

এই প্রতারণার মূল ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে— যিনি কানাডায় বসবাসরত একজন ইসরায়েলি নাগরিক, নাম এরেজ হাদারি।

বিবিসির এই অনুসন্ধান শুরু হয়েছিল অক্টোবর ২০২৩-এ, যখন একটি বেদনাদায়ক ইউটিউব বিজ্ঞাপন নজরে আসে।

"আমি মরতে চাই না," কান্নায় ভেঙে পড়ে বলছিল ঘানার এক মেয়ে আলেকজান্দ্রা, "আমার চিকিৎসার খরচ অনেক।"

তার জন্য একটি ক্রাউডফান্ডিং প্রচারণায় প্রায় সাত লাখ ডলার সংগ্রহ করা হয় বলে মনে হয়েছিল।

আমরা ইউটিউবে আরও অসুস্থ শিশুদের ভিডিও দেখেছি—সবগুলোই আশ্চর্যজনকভাবে একই রকম—ঝকঝকে প্রযোজনা এবং মনে হচ্ছিল বিপুল অর্থ সংগ্রহ করেছে। সবগুলোতেই আবেগপূর্ণ ভাষা ব্যবহার করে জরুরি আকুতি প্রকাশ করা হয়েছে।

আমরা আরো তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

সবচেয়ে বড় আন্তর্জাতিক পরিসরের প্রচারণাগুলো চালানো হচ্ছিল চান্স লেটিকভা (ইংরেজিতে চান্স ফর হোপ) নামে একটি সংস্থার মাধ্যমে—যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে নিবন্ধিত।

যেসব শিশুকে দেখানো হচ্ছিলো তাদের চিহ্নিত করা কঠিন ছিল। আমরা জিওলোকেশন, সামাজিক মাধ্যম এবং মুখ শনাক্তকরণ সফটওয়্যার ব্যবহার করে তাদের পরিবারকে খুঁজে পেয়েছি—যারা কলম্বিয়া থেকে ফিলিপাইন পর্যন্ত ছড়িয়ে আছে।

আনার জন্য তহবিল সংগ্রহে একটি প্রচারণামূলক পেজ। এতে তাকে কাঁদতে দেখা যাচ্ছে, নাকে নল লাগানো আছে এবং পেজের শীর্ষে ক্যাপশনে "বাঁচতে দুই মাস" লেখার পাশে হৃদয়ের লাল ইমোজি আছে

ছবির উৎস, Chance Letikva

ছবির ক্যাপশান, কলম্বিয়ায় আনার পক্ষে 'আ চান্স লেটিকভা' শীর্ষক প্রচারণায় মিথ্যা দাবি করা হয় যে তার বেঁচে থাকার জন্য দুই মাস সময় আছে

ওয়েবসাইটে প্রদর্শিত অর্থের পরিমাণ সত্যি কি না তা নিশ্চিত করা কঠিন ছিল, তবে আমরা দুটি প্রচারণায় সামান্য অর্থ দান করেছি এবং দেখেছি সেই পরিমাণ যোগ হয়েছে।

আমরা এমন একজনের সঙ্গেও কথা বলেছি যিনি বলছেন তিনি আলেকজান্দ্রার প্রচারণায় ১৮০ ডলার দিয়েছিলেন, এরপর তাকে আরো অর্থ দেওয়ার অনুরোধে ভাসিয়ে দেওয়া হয়েছিল—সবগুলোই এমনভাবে লেখা ছিল যেন আলেকজান্দ্রা ও তার বাবার পক্ষ থেকে পাঠানো হয়েছে।

ফিলিপিন্সে আলজিন তাবাসা আমাদের বলেছেন, তার ছেলে খলিল তার সপ্তম জন্মদিনের পরপরই অসুস্থ হয়ে পড়েছিল।

"যখন জানতে পারলাম ক্যান্সার হয়েছে, মনে হলো আমার পুরো পৃথিবী ভেঙে গেছে," তিনি বলছেন।

আলজিন বলছেন, তাদের শহর সেবুর স্থানীয় হাসপাতালে চিকিৎসা ধীরগতির ছিল এবং তিনি যাকে পারতেন সবাইকে সাহায্যের জন্য বার্তা পাঠিয়েছিলেন।

একজন তাকে স্থানীয় ব্যবসায়ী রোই ইনসিয়ের্তোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন—যিনি খলিলের একটি ভিডিও চেয়েছিলেন, যা মূলত একটি অডিশন ছিল বলে এখন আলজিন বুঝতে পারছেন।

২০২২ সালের ডিসেম্বর মাসে কানাডা থেকে আরেকজন ব্যক্তি এসে নিজেকে 'এরেজ' বলে পরিচয় দেন। আলজিন বলছেন, তিনি আগেই শুটিং ফি পরিশোধ করেন এবং প্রতিশ্রুতি দেন যে ভিডিও থেকে প্রচুর অর্থ সংগ্রহ হলে প্রতি মাসে আরও দেড় হাজার ডলার করে দেবে।

এরেজ স্থানীয় একটি হাসপাতালে খলিলের ভিডিওটির পরিচালনা করেন, বারবার রিটেকের নির্দেশ দেন—শুটিংয়ে ১২ ঘণ্টা লেগেছিল, আলজিন বলছেন।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:
খলিলের প্রচারণার ভিডিওটি কীভাবে মঞ্চস্থ করা হয়েছিল তা ব্যাখ্যা করে একটি গ্রাফিক দেখানো হয়েছে: ১) তার মা এবং বোন হাততালি দিচ্ছেন যখন পটভূমিতে বেলুনের বৃষ্টি হচ্ছে, ২) খলিল কাঁদছে, ৩) খলিল নাকের নল পরে একটি স্ক্রিপ্টের লাইন পড়ছে।
ছবির ক্যাপশান, খলিলের প্রচারণার ভিডিওটি কীভাবে মঞ্চস্থ করা হয়েছিল তা ব্যাখ্যা করে একটি গ্রাফিক দেখানো হয়েছে

কয়েক মাস পরও পরিবার জানতে পারেনি ভিডিওটি কেমন ফলাফল করেছে। আলজিন এরেজকে বার্তা পাঠালে তিনি জানান ভিডিওটি "সফল হয়নি"।

"এর মধ্য দিয়ে আমি বুঝেছিলাম ভিডিও থেকে কোনো অর্থই আসেনি," তিনি বলছেন।

কিন্তু আমরা তাকে জানাই যে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত প্রচারণায় প্রায় ২৭ হাজার ডলার সংগ্রহ হয়েছে এবং সেটি এখনো অনলাইনে রয়েছে।

"যদি আমি জানতাম আমরা এত অর্থ সংগ্রহ করেছি, মনে হয় খালিল আজও বেঁচে থাকত," আলজিন বলেন, "আমি বুঝতে পারি না তারা কীভাবে আমাদের সঙ্গে এমন করল।"

শুটিংয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে রোই ইনসিয়ের্তো অস্বীকার করেন যে তিনি পরিবারগুলোকে শুটিংয়ের জন্য সন্তানের মাথার চুল কামাতে বলেছেন এবং দাবি করেন পরিবার সংগ্রহের জন্য তিনি কোনো অর্থ পাননি।

তিনি বলেন অর্থের কী হয়েছে সে বিষয়ে তার 'কোনো নিয়ন্ত্রণ' ছিল না এবং শুটিংয়ের দিন ছাড়া পরিবারগুলোর সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না।

যখন আমরা তাকে জানাই পরিবারগুলো প্রচারণার অর্থের কিছুই পায়নি, তিনি বলেন তিনি 'হতবাক' এবং "পরিবারগুলোর জন্য খুবই দুঃখিত"।

'চান্স লেটিকভা'র নিবন্ধন নথিতে এরেজ নামে কেউ নেই। তবে আমরা যে দুটি প্রচারণা তদন্ত করেছি, সেগুলো আরেকটি সংস্থা ওয়ালস অফ হোপ দ্বারা প্রচারিত হয়েছে—যা ইসরায়েল এবং কানাডায় নিবন্ধিত। নথিতে কানাডার পরিচালক হিসেবে এরেজ হাদারির নাম রয়েছে।

অনলাইনে তার ছবি দেখা যায় ফিলিপিন্স, নিউ ইয়র্ক এবং মিয়ামিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে। আমরা আলজিনকে ছবি দেখাই, তিনি বলেন এটি সেই একই ব্যক্তি যাকে তিনি দেখেছিলেন।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইউটিউবে বিবিসি আই-এর সম্পূর্ণ চলচ্চিত্র 'দ্য চাইল্ড ক্যান্সার স্ক্যাম' দেখতে পাবেন।

আমরা মি. হাদারিকে ফিলিপিন্সের প্রচারণায় তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করি। তিনি কোনো উত্তর দেননি।

আমরা আরও কয়েকটি পরিবার পরিদর্শন করেছি যাদের প্রচারণা হয় মি. হাদারির মাধ্যমে আয়োজিত, নয়তো তার সঙ্গে যুক্ত—একটি কলম্বিয়ার প্রত্যন্ত আদিবাসী সম্প্রদায়ে, আরেকটি ইউক্রেনে।

খলিলের ঘটনার মতোই স্থানীয় মধ্যস্থতাকারীরা সাহায্যের প্রস্তাব নিয়ে যোগাযোগ করেছিল। শিশুদের ভিডিও ধারণ করা হয়েছিল এবং তাদের কান্না করতে বা নকল কান্না দেখাতে বলা হয়েছিল সামান্য অর্থের বিনিময়ে, কিন্তু তারা আর কোনো অর্থ পায়নি।

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুক্রে এলাকার সার্জিও কেয়ার বলেন, তিনি প্রথমে এই সাহায্য নিতে অস্বীকার করেছিলেন। তার দাবি, ইসাবেল নামে একজন ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, যিনি আর্থিক সহায়তার প্রস্তাব দেন যখন তার আট বছর বয়সী মেয়ে আনা ম্যালিগন্যান্ট ব্রেইন টিউমারে আক্রান্ত হয়।

সার্জিও বলেন, কিন্তু ইসাবেল তাকে খুঁজতে আসেন সেই হাসপাতালে যেখানে আনার চিকিৎসা হচ্ছিল, সঙ্গে ছিলেন একজন ব্যক্তি যিনি নিজেকে আন্তর্জাতিক এনজিওর কর্মী বলে পরিচয় দেন।

সার্জিও যে বর্ণনা দিয়েছেন তা এরেজ হাদারির সঙ্গে মিলে যায়—এরপর তিনি আমাদের দেখানো ছবিতে তাকে চিনতে পারেন।

"তিনি আমাকে আশা দিয়েছিলেন... আমার ভবিষ্যতের জন্য কোনো অর্থ ছিল না।"

আনাকে শেখার জন্য দেওয়া একটি স্ক্রিপ্টের কিছু অংশ - এতে মঞ্চের নির্দেশনা দেখানো হয়েছে, তাকে এবং তার বাবাকে কী পরতে হবে এবং কীভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে, যার মধ্যে আনার চোখের পানিও রয়েছে। তার বাবাকে কিছু লাইন দেওয়া হয়েছে যেখানে তাকে বলা হয়েছে যে সে আরও ভালো হয়ে উঠবে।
ছবির ক্যাপশান, আনাকে শেখার জন্য দেওয়া একটি স্ক্রিপ্টের কিছু অংশ

শুটিংয়ের পরও পরিবারের ওপর চাপ শেষ হয়নি।

ইসাবেল বারবার ফোন করতেন বলে সার্জিও বলেছেন, হাসপাতালে আনার আরও ছবি চাইতেন তিনি।

সার্জিও উত্তর না দিলে ইসাবেল সরাসরি আনাকে বার্তা পাঠানো শুরু করেন—আমরা সেই ভয়েস নোট শুনেছি।

আনা ইসাবেলকে বলেছিল তার কাছে আর কোনো ছবি নেই। ইসাবেল জবাব দেন, "এটা খুবই খারাপ আনা, সত্যিই খুব খারাপ।"

এই বছরের জানুয়ারিতে, এখন সম্পূর্ণ সুস্থ আনা জানতে চেয়েছিল প্রতিশ্রুত অর্থের কী হয়েছে।

"ওই ফাউন্ডেশন উধাও হয়ে গেছে," ইসাবেল তাকে একটি ভয়েস নোটে বলেন, "তোমার ভিডিও কখনো আপলোড করা হয়নি। কখনো না। কিছুই করা হয়নি, শুনছ?"

কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিডিওটি আপলোড করা হয়েছে এবং ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত প্রায় দুই লাখ ৫০ হাজার ডলার সংগ্রহ করেছে।

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:
আনার বাবা হাসছেন, যখন তিনি এবং আনা একটি ঘোড়ায় চড়ে আছেন। ঘোড়ার পিঠে সাদা রঙের খড়ের জিন। আনা নেভি জগার্স এবং একটি কালো অ্যাডিডাস টি-শার্ট পরেছে এবং তার বাবা একটি গাঢ় শার্ট এবং হলুদ প্যান্ট পরেছেন।
ছবির ক্যাপশান, আনা ও তার বাবা কলম্বিয়ার একটি প্রত্যন্ত আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে

অক্টোবরে আমরা ইসাবেল হার্নান্দেজকে ভিডিও লিংকে কথা বলতে রাজি করাই।

তিনি ব্যাখ্যা করেন, ইসরায়েল থেকে একজন বন্ধু তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন এমন একজনের সঙ্গে, যিনি 'একটি ফাউন্ডেশনের' জন্য কাজের প্রস্তাব দিয়েছিলেন—যার লক্ষ্য ছিল ক্যান্সারে আক্রান্ত শিশুদের সাহায্য করা। তিনি কার জন্য কাজ করেছেন, তা বলতে অস্বীকার করেন।

তার দাবি, তিনি যে প্রচারণাগুলোতে সাহায্য করেছিলেন, তার মধ্যে মাত্র একটি প্রকাশিত হয়েছিল এবং সেটি সফল হয়নি।

আমরা ইসাবেলকে দেখাই যে আসলে দুটি প্রচারণা আপলোড করা হয়েছে—এর মধ্যে একটি প্রায় সাত লাখ ডলার সংগ্রহ করেছে বলে মনে হয়।

"আমাকে (পরিবারগুলোর কাছে) ক্ষমা চাইতে হবে," তিনি বলেন, "যদি আমি জানতাম কী ঘটছে, আমি কখনো এমন কিছু করতে পারতাম না"।

ইউক্রেনে আমরা জানতে পারি অসুস্থ শিশুর মায়ের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তি আসলে সেই জায়গায় কর্মরত ছিলেন যেখানে প্রচারণার ভিডিও ধারণ করা হয়েছিল।

তেতিয়ানা খালিয়াভকা পাঁচ বছর বয়সী ভিক্টোরিয়ার জন্য চেরনিভৎসির অ্যাঞ্জেলহোম ক্লিনিকে শুটিংয়ের আয়োজন করেছিলেন—যার ব্রেইন ক্যান্সার হয়েছে।

'চান্স লেটিকভা'-র প্রচারণার সঙ্গে যুক্ত একটি ফেসবুক পোস্টে দেখা যায় ভিক্টোরিয়া এবং তার মা ওলেনা ফিরসোভা বিছানায় বসে আছেন। ক্যাপশনে লেখা, "আমি আপনার প্রচেষ্টা দেখছি আমার মেয়েকে বাঁচানোর জন্য এবং এটি আমাদের সবাইকে গভীরভাবে স্পর্শ করছে। ভিক্টোরিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের সময়ের বিরুদ্ধে দৌড় চলছে।"

ওলেনা বলছেন তিনি কখনো এই কথাগুলো লেখেননি বা বলেননি এবং জানতেনই না যে প্রচারণাটি আপলোড হয়েছে।

এটি প্রায় দুই লাখ ৮০ হাজার ডলার সংগ্রহ করেছে বলে মনে হয়।

আমরা জানতে পারি তেতিয়ানা অ্যাঞ্জেলহোমে বিজ্ঞাপন ও যোগাযোগের দায়িত্বে ছিলেন।

ক্লিনিকটি সম্প্রতি বিবিসিকে জানিয়েছে তারা তাদের প্রাঙ্গণে শুটিং অনুমোদন করেনি—সঙ্গে এটাও যোগ করেছে, "ক্লিনিক কখনো কোনো সংস্থার আয়োজিত তহবিল সংগ্রহ উদ্যোগে অংশ নেয়নি বা সমর্থন করেনি"।

অ্যাঞ্জেলহোম বলছে তারা তেতিয়ানা খালিয়াভকার চাকরি বাতিল করেছে।

ওলেনার লাল চুল পেছনে বাঁধা এবং ধূসর রঙের টপ পরেছে সে। এই নারী শিশু ভিক্টোরিয়াকে জড়িয়ে ধরে আছে, যার পরনে ফিরোজা কোট এবং চুল খুব ছোট। তাদের পেছনে একটি আবাসিক ব্লক দেখা যাচ্ছে
ছবির ক্যাপশান, ওলেনা তার মেয়ে ভিক্টোরিয়ার সাথে, যার সম্প্রতি আরেকটি ব্রেন টিউমার ধরা পড়েছে

ওলেনা আমাদের সেই চুক্তি দেখান যা তাকে স্বাক্ষর করতে বলা হয়েছিল।

চুক্তিতে বলা হয়েছে শুটিংয়ের দিনে পরিবারের দেড় হাজার ডলার ফি ছাড়াও তহবিল সংগ্রহের লক্ষ্য পূরণ হলে তারা আট হাজার ডলার পাবে। তবে লক্ষ্যমাত্রার অর্থের পরিমাণ ফাঁকা রাখা হয়েছে।

চুক্তিতে চান্স লেটিকভা-র জন্য নিউ ইয়র্কের একটি ঠিকানা ছিল। সংস্থার ওয়েবসাইটে আরেকটি ঠিকানা রয়েছে—বেইত শেমেশে, জেরুজালেম থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে এর অবস্থান। আমরা উভয় জায়গায় গিয়েছিলাম, কিন্তু কোনো চিহ্ন পাইনি।

আমরা জানতে পারি চান্স লেটিকভা এ ধরনের অনেক সংস্থার মধ্যে একটি বলে মনে হয়।

ভিক্টোরিয়ার প্রচারণার ভিডিও ধারণকারী ব্যক্তি আমাদের প্রযোজককে—যিনি অসুস্থ শিশুর বন্ধুর পরিচয়ে ছিলেন—বলেছিলেন তিনি অন্য অনুরূপ সংস্থার জন্যও কাজ করেন।

"প্রতিবারই আলাদা একটি," নিজেকে 'ওলেহ' বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তি তাকে বলেন, "আমি এভাবে বলতে চাই না, কিন্তু তারা কিছুটা কনভেয়র বেল্টের মতো কাজ করে।"

তিনি বলেন, "প্রায় এক ডজন অনুরূপ কোম্পানি" তাদের কাছে "ম্যাটেরিয়াল" চেয়েছিল এবং দুটি নাম উল্লেখ করেন—সেন্ট তেরেসা এবং লিটল অ্যাঞ্জেলস, উভয়ই যুক্তরাষ্ট্রে নিবন্ধিত।

আমরা তাদের নিবন্ধন নথি পরীক্ষা করে আবারও এরেজ হাদারির নাম পাই।

কোথায় শিশুদের জন্য সংগৃহীত অর্থ গেছে, তা স্পষ্ট নয়।

ভিক্টোরিয়ার ভিডিও ধারণের এক বছরেরও বেশি সময় পর তার মা ওলেনা তথ্যের জন্য ওলেহকে ফোন করেন —যিনি অনলাইনে অ্যালেক্স কোহেন নামে পরিচিত। কিছুক্ষণ পর চান্স লেটিকভা থেকে কেউ ফোন করে জানান দান করা অর্থ বিজ্ঞাপনের জন্য ব্যয় হয়েছে।

খলিলের মাআলজিনকে মি. হাদারি এটিই ফোনে বলেছিলেন যখন তিনি তাকে প্রশ্ন করেছিলেন।

"বিজ্ঞাপনের খরচ আছে। তাই কোম্পানি অর্থ হারিয়েছে," মি. হাদারি তাকে বলেন, কোনো প্রমাণ না দিয়ে।

দাতব্য সংক্রান্ত বিশেষজ্ঞরা আমাদের বলেছেন প্রচারণায় সংগৃহীত অর্থের ২০ শতাংশের বেশি বিজ্ঞাপনে ব্যয় হওয়া উচিত নয়।

চান্স লেটিকভা-র প্রচারণায় শিশুদের বাছাইয়ের পদ্ধতি নিয়ে সেখানে আগে কর্মরত একজন ব্যক্তি আমাদের ব্যাখ্যা করেছেন।

তাদের বলা হয়েছিল অনকোলজি ক্লিনিক পরিদর্শন করতে, নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন।

"তারা সবসময় সুন্দর শিশুদের খুঁজত, যাদের গায়ের রঙ সাদা। শিশুর বয়স তিন থেকে নয় বছরের মধ্যে হতে হবে। শিশুর ভালোভাবে কথা বলতে জানতে হবে। তার মাথায় চুল থাকা যাবে না," তিনি আমাদের বলেন।

"তারা আমার কাছে ছবি চাইত, দেখতে শিশুটি উপযুক্ত কি না, এবং আমি তা এরেজকে পাঠাতাম।"

হুইসেলব্লোয়ার আমাদের বলেছেন মি. হাদারি এরপর ছবিটি ইসরায়েলে অন্য কারও কাছে পাঠাতেন, যার নাম তিনি কখনো জানতেন না।

মি. হাদারির ক্ষেত্রে, আমরা কানাডার দুটি ঠিকানায় তাকে খুঁজতে চেষ্টা করেছি কিন্তু পাইনি।

আমরা তার সংগৃহীত অর্থ নিয়ে প্রশ্ন করে তাকে একটি ভয়েস নোট পাঠিয়েছিলাম—তিনি জবাব দেন যে সংস্থাটি "কখনো সক্রিয় ছিল না", তবে কোনটি তা উল্লেখ করেননি। তিনি আমাদের পরবর্তী ভয়েস নোট এবং অভিযোগের বিস্তারিত চিঠির কোনো উত্তর দেননি।

এরেজ হাদারিকে বিমানের একটি সিটে বসে থাকতে দেখা যাচ্ছে। সিটটি দেখতে ফার্স্ট ক্লাস বা বিজনেস ক্লাসের মতো। তিনি নীল টপ এবং ধূসর প্যান্ট পরে এবং হেডফোন ধরে হাসছেন।

ছবির উৎস, Erez Hadari

ছবির ক্যাপশান, এরেজ হাদারি নিজের এই ছবিটি খলিলের মা আলজিনের কাছে পাঠিয়েছেন

চান্স লেটিকভা-র প্রচারণায় দুটি মৃত শিশু—খলিল এবং হেক্টর নামে একটি মেক্সিকান ছেলে— তাদের জন্য এখনো অর্থ গ্রহণ করা হচ্ছে।

চান্স লেটিকভা-র যুক্তরাষ্ট্র শাখা একটি নতুন সংস্থা Saint Raphael-এর সঙ্গে যুক্ত বলে মনে হয়, যা আরও প্রচারণা চালিয়েছে। এর মধ্যে অন্তত দুটি ইউক্রেনের অ্যাঞ্জেলহোম ক্লিনিকে ধারণ করা হয়েছে বলে মনে হয়, কারণ ক্লিনিকের স্বতন্ত্র কাঠের প্যানেলিং এবং কর্মীদের ইউনিফর্ম দেখা যায় সেগুলোয়।

ভিক্টোরিয়ার মা ওলেনা বলছেন, তার মেয়ের আবার একটি ব্রেইন টিউমার ধরা পড়েছে। তিনি বলছেন আমাদের অনুসন্ধানের ফলাফল তার মধ্যে ঘৃণার জন্ম দিয়েছে।

"যখন আপনার সন্তান… জীবনের কিনারায় দাঁড়িয়ে থাকে, আর কেউ বাইরে বসে তা থেকে অর্থ উপার্জন করে, এটা জঘন্য, এটা রক্তের টাকা।"

বিবিসি তেতিয়ানা খালিয়াভকা এবং অ্যালেক্স কোহেনের সঙ্গে এবং 'চান্স লেটিকভা', ওয়ালস অফ হোপ, সেইন্ট রাফায়েল (Saint Raphael), লিটল অ্যাঞ্জেলস (Little Angels) এবং সেইন্ট টেরেসা (Saint Teresa) সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে—তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে আমন্ত্রণ জানিয়ে। কেউই উত্তর দেয়নি।

ইসরায়েলি কর্পোরেশনস অথরিটি, যা দেশের অলাভজনক সংস্থাগুলো তদারকি করে, আমাদের জানিয়েছে, যদি তাদের কাছে প্রমাণ থাকে যে প্রতিষ্ঠাতারা সংস্থাগুলোকে "অবৈধ কার্যকলাপের আড়াল হিসেবে" ব্যবহার করছে, তবে ইসরায়েলে নিবন্ধন বাতিল হতে পারে এবং প্রতিষ্ঠাতাকে এই খাতে কাজ করা থেকে বিরত রাখা হতে পারে।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক চ্যারিটি কমিশন পরামর্শ দিয়েছে যারা দাতব্য সংস্থায় অর্থ দিতে চান, তারা যেন নিশ্চিত হন সংস্থাগুলো নিবন্ধিত আছে এবং সন্দেহ হলে সংশ্লিষ্ট তহবিল সংগ্রহ নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন।

প্রতিবেদন তৈরিতে আরো কাজ করেছেন: নেড ডেভিস, হোসে আন্তোনিয়ো লুসিয়ো, আলমুদেনা গার্সিয়া পার্রাদো, ভিটালিয়া কোজমেঙ্কো, শাক্কেড আউরবাচ, টম জার উইজফেলডার, তাতইয়া মালোফিয়েইভা, আনাস্তাসিয়া কুচার, অ্যালান পুলিদো এবং নেইল ম্যাককার্থি।

  • আপনার কাছে এই তদন্তে যোগ করার মতো কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে যোগাযোগ করতে পারেন- [email protected]