যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত

বন্দুক হামলার পর চেসাপিক শহরের ওয়ালমার্ট স্টোরের বাইরের দৃশ্য

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বন্দুক হামলার পর চেসাপিক শহরের ওয়ালমার্ট স্টোরের বাইরের দৃশ্য

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিকের একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিবর্ষণে অন্তত সাতজন জন নিহত হয়েছে।

 এ ঘটনার বিস্তারিত খবর এখনো আসছে। তবে যেটুকু জানা যাচ্ছে, চেসাপিকের এই ওয়ালমার্ট সুপারস্টোরের একজন ম্যানেজার তার নিজের সহকর্মীদের ওপর গুলি চালিয়েছিল।

একজন প্রত্যক্ষদর্শী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই সন্দেহভাজন বন্দুকধারী স্টাফ রুমে তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি করছিল।

 পুলিশ বলছে, বন্দুকধারী পরে আত্মহত্যা করে। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ওয়ালমার্ট বলেছে, এ ঘটনায় তারা স্তম্ভিত।

ভার্জিনিয়ার চেসাপিক শহরে এই ঘটনা ঘটেছে
ছবির ক্যাপশান, ভার্জিনিয়ার চেসাপিক শহরে এই ঘটনা ঘটেছে

চেসাপিক শহরের তরফ থেকে এর আগে এই টুইটার বার্তায় নিশ্চিত করা হয়েছিল যে একজন বন্দুকধারীর গুলিতে কিছু মানুষ হতাহত হয়েছে।

 হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কোন ধারণা পাওয়া যায় নি।

 পুলিশ পরে সাংবাদিকদের জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত দশটার কিছু পরে এই ঘটনা ঘটে।

 অনলাইনে যেসব ফুটেজ ছড়িয়ে পড়েছে, তার একটিতে দেখা যায় ওয়ালমার্টের ইউনিফর্ম পরা এক প্রত্যক্ষদর্শী বর্ণনা করছেন কী ঘটেছিল।

 তিনি বলেন, তিনি স্টাফ রুম থেকে যখন বেরিয়ে আসেন, তখন সেখানে একজন ম্যানেজার ঢোকে এবং গুলি করতে শুরু করে।

 “দুঃখজনক-ভাবে আমাদের কয়েকজন সহকর্মীকে আমরা হারিয়েছি”, বলছিলেন তিনি। তবে কত সহকর্মীকে গুলি করা হয়েছে সেটি তিনি জানেন না।

যুক্তরাষ্ট্রের নাগরিকরা চাইলে খুব সহজেই আগ্নেয়াস্ত্র কিনতে পারেন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের নাগরিকরা চাইলে খুব সহজেই আগ্নেয়াস্ত্র কিনতে পারেন

-পুলিশের একজন মুখপাত্র বলেছেন, এই গুলির ঘটনা ঘটেছে সুপারমার্কেটের ভেতরে, এবং বন্দুকধারী একাই এই কাজ করেছিল।

 ওয়ালমার্ট এই ঘটনার পর জানিয়েছে, তারা স্তম্ভিত এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

 ভার্জিনিয়া রাজ্যের গভর্নর মার্ক ওয়ার্নার টুইট করে বলেছেন, আরেকটি গণহারে গুলিবর্ষণের ঘটনায় তিনি সাংঘাতিক পীড়িত বোধ করছেন।

 মঙ্গলবার যুক্তরাষ্ট্রে এই গুলি করে হত্যার ঘটনাটির মাত্র কদিন আগে একই ধরণের আরেক ঘটনায় ৫ জন নিহত হয়। কলোরাডো রাজ্যে একটি এলজিবিটি নাইট ক্লাবে ঐ গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল।

 এর আগে ২০১৯ সালে টেক্সাসের এল পাসো শহরের একটি ওয়ালমার্ট স্টোরে এক গণ-গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছিল ২৩ জন।