আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
গরমে যে গাছগুলো কমাতে পারে তাপ
গরমে যে গাছগুলো কমাতে পারে তাপ
দুই পাশের গাছের ছায়ায় রাজধানীর অন্য জায়গার তুলনায় মিন্টো রোডের তাপমাত্রা খানিকটা স্বস্তিরই বলা যায়!
তবে এটাকে ঢাকার সাধারণ চিত্র বলার সুযোগ নেই। কারণ গবেষণা বলছে, ২৮ বছরে রাজধানী ঢাকার সবুজ এলাকা কমে দাঁড়িয়েছে মাত্র ৭ শতাংশে।
আর গাছ কমার কারণেই গ্রীষ্মের গরম হয়ে গেছে অসহনীয়- এমন আলোচনাও চলছে সামাজিক মাধ্যমে।
গবেষণাও অবশ্য তেমনটাই বলছে। কৌশলগত বৃক্ষরোপণে তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে শহরের জন্য কোন ধরনের গাছ বেশি উপযোগী?
জানার চেষ্টা করেছেন বিবিসির তানহা তাসনিম...