ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগালে অস্বস্তি কেন

ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল দলের তারকা খেলোয়াড়
    • Author, রায়হান মাসুদ
    • Role, বিবিসি বাংলা

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ইতিহাসের তো বটেই বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত প্রায় দেড় দশক ধরে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা, চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা, ফুটবল ইতিহাসের সবচেয়ে অলংকৃত ফুটবলারদের একজন রোনালদো, এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন যেখানে পর্তুগালের জাতীয় দলের একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

প্রশ্ন উঠছে তার হাতে থাকবে কি না অধিনায়কের আর্মব্যান্ড?

অনেকে বলছেন, পর্তুগালের রোনালদোই আছেন, আবার অনেকে বলছেন রোনালদোই পর্তুগালের বোঝা।

বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দুর্বলতা স্পষ্ট হয়েছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে, গ্রুপ পর্বেরশেষ ম্যাচটিতে পর্তুগাল ২-১ গোলে হেরে যায়।

যেখানে রোনালদো ডিফেন্সে নেমে এক ভুল করে বসেন, তার পিঠে লেগে বল চলে গেছে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ডের পায়ে, সহজ গোল করে সমতায় ফেরে কোরিয়া।

এরপর দ্বিতীয় অর্ধে রোনালদোকে মাঝপথেই বদলি করেন কোচ সান্তোস।

এতে রোনালদো মোটেও খুশি হননি। রোনালদো অবশ্য বলছেন ভিন্ন কথা।তিনি বলেছেন, প্রতিপক্ষ দলের এক ফুটবলার তাকে দ্রুত মাঠ ছাড়তে বলেছেন, যা তার পছন্দ হয়নি।

রোনালদো বেশ ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন, যা তার অঙ্গভঙ্গিতেই স্পষ্ট ছিল।

বিষয়টি স্পষ্ট হয়েছে পর্তুগালের কোচ সান্তোসের কথায়। "রোনালদো যে অঙ্গভঙ্গি করেছে তা আমি দেখেছি। আমার এটা ভালো লাগেনি, আমার আসলেই ভালো লাগেনি"

তবে এই বিষয়ে আর কথা হবে না বলছেন পর্তুগালের কোচ। "এটা ওখানেই সমঝোতা হয়ে গেছে, এটা নিয়ে আর কোনও আলাপ হবে না, আমরা নিজেরা আলোচনা করে নিয়েছি। এই ঘটনার আলাপ এখানেই ফুল স্টপ আমাদের ফোকাস এখন ম্যাচে।"

Skip X post
X কনটেন্টের জন্য কি অনুমতি দেবেন?

এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।

সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না

End of X post

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

ক্রিশ্চিয়ানো রোনালদো খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছেন এবং সেটা অনেক দিন ধরেই।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোটা মৌসুমে নিয়মিত একাদশে নামতে পারেননি।

নতুন কোচ এরিক টেন হাগের সাথে দূরত্ব তৈরি হয়েছিল এ কারণে। শেষ পর্যন্ত একটি বিস্ফোরক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে তার প্রতারিত বোধ হচ্ছে।

ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোর সাথে চুক্তি বাতিল করেছে।

এখন রোনালদো অফার পাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল-নাসর থেকে।

ধারণা করা হচ্ছে, রোনালদোর এক ধরনের পতন হয়েছে।

চলতি বিশ্বকাপে রোনালদো একের পর এক গোলের সুযোগ মিস করছেন।

ঘানার বিপক্ষে একটি পেনাল্টি থেকে গোল ছাড়া রোনালদোর অবদান নেই এখনো পর্যন্ত।

তবে সুইজারল্যান্ড দল রোনালদোকে নিয়ে চিন্তিত এখনো, সুইস ফরোয়ার্ড জার্দান শাকিরি বলেছেন, "তিনি এমন একজন ফুটবলার যে কোনও মুহূর্তে গোল করতে পারেন, তাকে নিয়ে হালকা ভাবনার সুযোগ নেই"।

রোনালদো একাদশে থাকবেন কি না, এটাই এখন বড় প্রশ্ন।

রোনালদো পর্তুগালের নিয়মিত অধিনায়ক, একাদশ থেকে বাদ পড়লে তিনি অধিনায়কত্ব হারাবেন একরকম নিশ্চিত।

সবকিছু মিলিয়ে রোনালদোর জন্য কঠিন একটা সময় যাচ্ছে, যা পর্তুগালের জন্যও পরিস্থিতি অস্বস্তিকর করে তুলছে।