সুষ্ঠু নির্বাচন নিয়ে আমেরিকার তাগিদ, সয়াবিন তেলের দাম ও চিফ হিট অফিসার নিয়ে বিতর্ক

'আবারো সুষ্ঠ নির্বাচনের গুরুত্ব জানালো যুক্তরাষ্ট্র' - দৈনিক কালের কন্ঠের অন্যতম শিরোনাম এটি।

ওয়াশিংটনে বুধবার রাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়। এই সংলাপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

একই খবর নিয়ে মানবজমিনের শিরোনাম—“ডায়ালগ জুড়েই ছিল নির্বাচন।” এই খবরে বলা হয়েছে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্খা পুর্নব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

প্রথম আলো দ্বিতীয় শিরোনাম করেছে এই খবরটি। তাদের শিরোনাম হচ্ছে - আবারো অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জোর যুক্তরাষ্ট্রের

খবরটি নিয়ে দৈনিক বাংলার শিরোনাম অবশ্য ভিন্ন। তাদের শিরোনাম হচ্ছে -"র‍্যাব নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ। "

বেশ কয়েকটি পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে দ্রব্যমূল্য বৃদ্ধির খবর নিয়ে। বিশেষ করে সয়াবিন তেলের দাম বৃদ্ধি ছিল অনেকের প্রধান খবর।

“নিত্যপণ্যে পকেট ফাঁকা”—এমন শিরোনামে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পাতায় খবর ছেপেছে। যেখানে বলা হচ্ছে মাসের ব্যবধানে ৪৩ভাগ পণ্যের দাম বেড়েছে। যাতে খাওয়া কমাচ্ছেন স্বল্প আয়ের মানুষ।

এই প্রতিবেদনে বলা হয়েছে, পাইকারি বাজারে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবু বাড়ছে সব নিত্যপণ্যের দাম।

“লিটারে ১২ টাকা বাড়লো ভোজ্য তেলের দাম”-ইত্তেফাকের প্রধান শিরোনাম এটি। খবরে বলা হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হবে। এতদিন এ দাম ছিল ১৮৭ টাকা।

প্রথম আলোর শিরোনাম-“লিটারে ১২ টাকা দাম বাড়লো সয়াবিনের, চিনির সংকট কাটেনি।” খবরে বলা হয়েছে বাজারে এখন সরকারের বেঁধে দেওয়া দামে চিনি পাওয়া যাচ্ছে না।

ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন তাদের শিরোনামে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে-''Why is sugar so expensive this days?''

খবরে দেখানো হয়েছে ১ বছরে চিনির দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। যার বেশকিছু কারণ তুলে আনা হয়েছে প্রতিবেদনে।

আর নিউ এজের প্রধান খবর – 'Fresh price spike further distresses people'

DNCC declines hiring chief heat officer one day after announcement—নিউ এজের একটি শিরোনাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার নিয়োগ দেয়া নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বৃহস্পতিবার ডিএনসিসি প্রেস রিলিজ দিয়ে জানালো এই নিয়োগটি আসলে তাদের নয়, বরং এটি নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ফাউন্ডেশন আর এ পদের বেতনও তারাই দেবে।

এর আগে বুধবার ডিএনসিসি প্রেস রিলিজ দিয়ে জানায় মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিনকে তারা চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন ফেলে।

এ বিষয়ে দৈনিক সংবাদের শিরোনাম—ঢাকার প্রথম চিফ হিট অফিসারের কাজ কী?

একইরকম শিরোনাম দিয়ে খবরটি প্রকাশ করেছে আরো বেশ কয়েকটি পত্রিকা।

সিটি ভোট গ্রহণযোগ্য করে সক্ষমতা দেখাতে চায় ইসি—সংবাদের প্রধান শিরোনাম এটি। খবরে বলা হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দেশের ৫ সিটিতে ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নিজেদের সক্ষমতার প্রধান দিতে চায় কাজী হাবিবুল আউয়ালর নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন।

এদিকে বিএনপির কঠোর অবস্থানে কেউ অনড় কেউ দোটানায়—সমকালের প্রধান শিরোনাম এমন। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়ে খবরটি।

সমকালের আরেকটি খবর ৩০০ কোটি ডলার নমনীয় ঋণ দেবে দক্ষিণ কোরিয়া—খবরে বলা হয়েছে বাংলাদেশকে আগামী ৪ বছরে এ ঋণ দেবে দেশটি। বৃহস্পতিবার কোরিয়ার ইনচনে দুদেশের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক উন্নয়নের উদ্যোগ চীনের-নয়া দিগন্তের প্রধান খবর এটি। খবরে বলা হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের সামরিক সরকারের প্রধানের সাথে বৈঠক করে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন অর্থনৈতিক ও আঞ্চলিক নানা ইস্যুতে চীন-বাংলাদেশ-মিয়ানমার একটি কার্যকর জোট হতে পারে।

অন্যান্য খবর

রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক কাল—বৃটেনের নতুন রাজার ছবিসহ এটি শিরোনাম করেছে ইত্তেফাক।

ফেসবুকে ভিডিও ছড়িয়ে জাল টাকার কারবার—সমকালের খবর এটি। ১০ সদস্যের এই চক্রের অন্যতম এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে। জানা যায় ইউটিউব দেখে নোট তৈরী করা শেখে তারা, এরপর ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চলছিল তাদের জাল টাকার কারবার।

মুক্তিপণের জন্য ৬ মাসে অপহৃত ৬২ জন-এই শিরোনামের একটি খবর প্রথম আলোর। কক্সবাজার থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে টেকনাফে অপহরণের সঙ্গে একাধিক রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী জড়িত।

এক চতুর্থাংশ শিশুর জন্ম অদক্ষ ধাত্রীর হাতে—বিশ্ব ধাত্রী দিবসে এমন শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন ছেপেছে কালের কন্ঠ। খবরে বলা হয়েছে এসব ধাত্রীর প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় একদিকে যেমন প্রসবকালে রক্তক্ষরণও খিঁচুনিতে প্রসূতির মৃত্যু হচ্ছে, অন্যদিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসবের হারও বাড়ছে।

পত্রিকাটির আরেকটি খবর-"পুঠিয়ার বাজারে আসছে অপিরপক্ক গুটি আম"। বৃহস্পতিবার রাজশাহীর বাগানে আম পাড়া শুরু হয়েছে এ নিয়েই খবরটি।

দৈনিক বাংলার শিরোনাম রাজশাহীতে আম পাড়ার মহোৎসব