'ট্রাম্পের আদেশের বড় ধাক্কা বাংলাদেশে ঝুঁকিতে লাখো মানুষ'

এ খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের চেয়ারে বসেই বিদেশে সরকারি খরচে লাগাম টানেন। সেই পটভূমিতে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রোহিঙ্গা সহায়তা ছাড়া বাংলাদেশের বাকি সব কার্যক্রম আপাতত তিন মাসের জন্য গুটিয়ে নিয়েছে।

এক সপ্তাহ আগের এই আদেশের প্রভাব বাংলাদেশে পড়তে শুরু করেছে। ইতোমধ্যে ইউএসএআইডির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে।

খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, গণতন্ত্র ও শাসন ব্যবস্থা, পরিবেশ, জ্বালানি এবং মানবিক সহায়তা কার্যক্রমও গতি হারিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান দিয়েছে কর্মী ছাঁটাইয়ের নোটিশ।

যুক্তরাষ্ট্রের এই নতুন সিদ্ধান্ত দেশের জন্য উদ্বেগের বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, উন্নয়নে বিশেষ করে কারিগরি সহায়তায় দীর্ঘ মেয়াদে প্রভাব পড়বে। এজন্য এখন থেকেই নিতে হবে কূটনৈতিক উদ্যোগ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। তাদের এটি বোঝাতে হবে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সহযোগী দেশ।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সোমবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য কলেজটি 'শাটডাউন' ঘোষণা করেছে।

এছাড়া সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত আমতলী, মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।

রোববার রাত ১১টার দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, আগে আমাদের আন্দোলন শিথিল করা হলেও এবার তা করা হবে না। যতদিন দাবি না মানা হবে ততদিন প্রশাসনিক কার্যক্রম, কলেজে প্রবেশসহ সব বন্ধ থাকবে।

এ সময় অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন তারা।

দাবিগুলো হলো তিতুমীরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করতে হবে, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আইন উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, দাবির মুখে সরকার বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না।

কর্মসূচি যদি দিতেই হয় শিক্ষা কার্যক্রম ও জন দুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন করা ঠিক নয় বলেও তিনি মনে করেন।

শিক্ষা উপদেষ্টার এই আহ্বান 'প্রত্যাখ্যান' করেছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমীরের শিক্ষার্থীরা। তারা আন্দোলন আরও জোরালো করার হুমকি দিয়েছেন। তারা টানা চতুর্থ দিনের মতো 'আমরণ অনশন' ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, আল্টিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না।

তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করছে ভালো কথা, তবে তাদের পরীক্ষা দিতে হবে। কর্মসূচি যদি দিতেই হয় শিক্ষা কার্যক্রম ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন করা ঠিক নয়।

গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা এ কথা বলেন।

'বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন' নয়া দিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, বাজেট ব্যবস্থাপনা আর আগের মতো থাকছে না। এতে ব্যাপক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

এবার উন্নয়ন বাজেটে (এডিপি) সংশোধনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, দেশীয় অর্থায়নের চেয়ে বৈদেশিক অর্থায়ন বেশি হবে। যেমন উন্নয়ন বাজেটের প্রায় ৬০ ভাগ হবে বৈদেশিক ঋণ।

আর দেশীয় অর্থায়ন হবে ৪০ ভাগ। উপদেষ্টা বলেন, রাজস্ব আয় না বাড়ার কারণে এ উদ্যোগ নেয়া হয়েছে। তবে রাজস্ব বাড়ানোরও উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, চীনা প্রকল্পের ঠিকাদাররা রাতারাতি কোটিপতি হয়ে গেছেন। আমরা সে অবস্থার পরিবর্তনে কাজ করছি। অন্য দিকে একনেক সভায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

'পুরনো বিরোধ নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব আলোচনায়' মানবজমিন পত্রিকার শিরোনামে কুমিল্লায় যুবদল নেতার মৃত্যু নিয়ে খবর তুলে ধরা হয়েছে।

এ খবরে বলা হয়েছে, ৩১শে জানুয়ারি যৌথ বাহিনীর হেফাজতে মারা যান কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা দাবি করছেন, যৌথবাহিনীর সদস্যরা তুলে নিয়ে বেধড়ক পেটায় তৌহিদকে। সেই আঘাতের চিহ্নও ছিল তার শরীর জুড়ে।

কেন তৌহিদুলকে তুলে নেয়া হয়েছিল? কারা তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল? স্থানীয়দের কাছ থেকে পাওয়া এসব বিষয়ে নানা তথ্য খবরটিতে তুলে ধরা হয়েছে।

স্থানীয়রা বলছেন, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরেই তৌহিদকে জীবন দিতে হয়েছে।

এ ছাড়া যুবদলের আহ্বায়ক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার বিষয়টিও সন্দেহে রেখেছে পরিবার।

গ্রামের মানুষ ও পরিবারের সদস্যদের ভাষ্য, পাশের বাড়ির তানজিল নামে এক ব্যক্তির সঙ্গে তৌহিদ পরিবারের দ্বন্দ্ব প্রায় ১৫ বছরের। আওয়ামী লীগ সরকার পতনের পর সেই দ্বন্দ্ব আরও চরমে উঠে।

'বিনিয়োগ করে অসহায় ব্যবসায়ীরা' কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার শিরোনাম। এই প্রতিবেদনটি দেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ী-উদ্যোক্তার সঙ্গে কথা বলে তাদের অবস্থার ভিত্তিতে করা হয়েছে।

খবরটিতে বলা হয়েছে, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান করে, অর্থনীতির চাকা সচল রেখেও এখন সবচেয়ে অসহায় দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা।

ধার-দেনা করে কিংবা সারা জীবনের সব পুঁজি ব্যবসা বা শিল্পে খাটিয়ে, সেখানকার আয়ের একটি বড় অংশ সরকারকে কর দিয়েও শেষ রক্ষা হচ্ছে না তাদের। নানান ছুতায় সব সরকারের সময়ই 'শিকার' বানানো হয় ব্যবসায়ীদের।

যে সরকারই ক্ষমতায় আসে, ব্যবসাকে জিম্মি করে নিজেদের স্বার্থে তাদের ব্যবহার করে।

ব্যবসায়ীরা বলছেন, জিডিপিতে সবচেয়ে বেশি অবদান রেখে কিংবা সরকারের তহবিলে বেশির ভাগ রাজস্ব দিয়েও কখনো রাজনৈতিক প্রতিহিংসা, কখনো ভুল-নীতি, কখনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় তাদের শিল্প-ব্যবসা-বিনিয়োগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ছাড়া হরতাল-অবরোধ, প্রাকৃতিক কিংবা মানুষের তৈরি দুর্যোগও তাদের শিল্প বা উদ্যোগের বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

তারা জানান, আইন-শৃঙ্খলার অবনতিতে নিরাপত্তাহীনতা, মামলা-হামলা, উচ্চ সুদের হার, ডলারের উচ্চমূল্য, জ্বালানি সংকট, অতি মাত্রায় ইউটিলিটির খরচসহ নানান সংকটে তাদের ব্যবসা-শিল্প এখন নাজুক পরিস্থিতি পার করছে।

'গুলি ছোড়ায় কড়াকড়ি, বলপ্রয়োগে ৫ সুপারিশ' প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম।

ছাত্র-জনতার অভ্যুত্থানে নির্বিচার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পর বিক্ষোভ দমনে গুলির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের কাছ থেকে প্রাণঘাতী অস্ত্র কেড়ে নেয়ার প্রস্তাবও এসেছে।

এমন পরিস্থিতিতে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগে পাঁচটি ধাপ অনুসরণের কথা বলা হয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নীতিমালা এবং পুলিশ প্রবিধান, ১৯৪৩ অনুযায়ী বলপ্রয়োগেরই এই ধাপগুলো প্রণয়ন করা হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পুলিশ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় গত ১৫ই জানুয়ারি।

সুপারিশে পুলিশ পরিচালনা কর্তৃপক্ষ হিসেবে নিরপেক্ষ প্রভাবমুক্ত পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়েছে। প্রতিবেদনে কমিশন গঠনের কথা বলা হলেও এর কাঠামো নিয়ে কোনো সুপারিশ করা হয়নি।

যদিও পুলিশের পক্ষ থেকে ১১ সদস্যের কমিশন এবং এর কাঠামোর বিষয়ে সংস্কার কমিশনের কাছে প্রস্তাব দেয়া হয়েছিলো।

বলপ্রয়োগের যে পাঁচটি ধাপ অনুসরণ করার সুপারিশ করা হয়েছে তা মূলত পুলিশ প্রবিধান অনুসরণ করে আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে করা হয়েছে।

এগুলো হলো শারীরিক সংস্পর্শ ছাড়া অবৈধ জনতাকে বাধা প্রদান, নিরাপদ দূরত্ব বজায় রাখা, বিভিন্ন কৌশল প্রয়োগ করে অবৈধ জনতাকে নিয়ন্ত্রণ করা, স্বল্প বা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং দলগত অস্ত্রের ব্যবহার।

'এলাকা গোছাচ্ছেন ছাত্রনেতারা' আজকের পত্রিকার শিরোনাম।

এ খবরে বলা হয়েছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা।

চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা।

তাদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুব সমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন।

গণঅভ্যুত্থানের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি।

নাগরিক কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন।

প্রাথমিকভাবে দলের শতাধিক নামের প্রস্তাব পেলেও সেই তালিকা সংক্ষিপ্ত করে এনেছেন তারা। গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছেন। নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও নাহিদ ইসলামকে দলের মূল নেতৃত্বে দেখা যেতে পারে।

'Commute goes haywire in city of protests' দ্যা ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ বিক্ষোভের শহরে বিপর্যস্ত মানুষের চলাচল।

গতকাল রোববার রাজধানী ঢাকার কয়েকটি প্রধান সড়কে আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এর ফলে কয়েক ঘণ্টা হেঁটে গন্তব্যে যেতে হয় যাত্রী, রোগী এবং শিশুদের।

জুলাই অভ্যুত্থানের আহতরা বিভিন্ন দাবিতে শ্যামলীতে দিনব্যাপী রাস্তা অবরোধের পর প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য সন্ধ্যা পৌনে আটটায় মিন্টো রোডে পৌঁছান।

তারা সেখানে সড়ক অবরোধ করে এবং মধ্য রাতের পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের কাছে আইন-শৃঙ্খলা বাহিনীর দেয়া ব্যারিকেড ভেঙে দেয়।

এরপর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কাছে সেনাবাহিনীর স্থাপন করা আরেকটি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ রাত বারটায় ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

তারা কিছুটা শান্ত হলেও প্রধান উপদেষ্টা বা তার প্রতিনিধিদের লিখিত আশ্বাস না পেলে ঘটনাস্থল ত্যাগ না করার সিদ্ধান্ত জানায়।

রাত পৌনে দুইটায় মি. আব্দুল্লাহ এক সপ্তাহের মধ্যে আন্দোলনকারীদের কয়েকটি দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলে তারা হেয়ার রোড ছেড়ে যায়।

অন্যদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

গতকাল রোববার রাত ১১টার দিকে শিক্ষার্থীদের সংগঠক হাবিবুল্লাহ রনি সাংবাদিকদের বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।

আজ সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালীতে গুলশান-মহাখালী সড়ক এবং রেললাইন অবরোধের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

'Red carpet for 3 advisers at canal excavation sparks social media debate' ঢাকা ট্রিবিউন পত্রিকার এ শিরোনামের অর্থ খাল খননে তিন উপদেষ্টার জন্য লাল গালিচা নিয়ে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।

খবরটিতে বলা হয়েছে, লাল গালিচায় হেঁটে মিরপুর ১৩ তে একটি খালের খনন কাজের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া রোববার সকালে বাউনিয়া খালে খনন কাজের উদ্বোধন করতে আসেন।

সরেজমিন পরিদর্শনে জানা যায়, মিরপুরের রূপসী প্রো - অ্যাকটিভ ভিলেজ আবাসিক এলাকার কাছে বাউনিয়া খাল সংলগ্ন একটি সড়কে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

খালটিতে আগে থেকেই একটি ভাসমান খননযন্ত্র বসানো হয়েছিল।

তাদের জন্য আগেই একটি পথ তৈরি করা হয়েছিল এবং এটির উপরে লাল গালিচা বিছানো হয়।

যদিও ডিএনসিসি জানিয়েছে, স্থায়ী পল্টুনের পরিবর্তে একটি অস্থায়ী প্ল্যাটফর্মে খননকারী যন্ত্রটি ছিল।

তাই অতিরিক্ত খাড়া ও কর্দমাক্ত পথের কারণে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে লাল গালিচা বিছানো হয়েছে।