'বিএনপিতে পদ হারানোর আতঙ্ক'

বিএনপিতে পদ হারানোর আতঙ্ক - এই শিরোনাম করেছে দৈনিক কালের কন্ঠ। ২৯শে জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি সফল করতে না পারায় বিএনপির দুই অঙ্গসংগঠনে বড় ধরণের পরিবর্তন আনা হয়েছে বলে উঠে এসেছে খবরে।

খবরে প্রকাশিত হয়েছে যে এরই মধ্যে ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি দেয়ার পাশাপাশি মহানগর যুবদলের দুই অংশে নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। এছাড়া মহানগর বিএনপিতেও পরিবর্তন আসতে পারে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে।

বিএনপির কর্মসূচিকে ঘিরে যুগান্তরের খবরের শিরোনাম রাজপথে না থাকলে কঠোর ব্যবস্থা। কেন্দ্র থেকে তৃণমূলের কোন নেতা সুনির্দিষ্ট কারণ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকলে তাদের পদ থেকে সরিয়ে দেয়া সহ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে উঠে এসেছে এই খবরে।

ঢাকায় বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সমকালের খবরের শিরোনাম পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ফের রাজপথে উত্তেজনা। কয়েকদিন বিরতির পর ঢাকায় বিএনপির গণমিছিল ও আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি পালন হবে বলে উঠে এসেছে খবরে।

খবরে বলা হচ্ছে ঢাকার দুই সিটি কর্পোরেশন আয়োজিত হবে বিএনপির গণমিছিল আর আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকার দুই অংশের থানা, ওয়ার্ড ও ইউনিটের সব দলীয় কার্যালয়ের সামনে। এছাড়া বিকেলে উত্তরায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের একটি সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে উঠে এসেছে খবরে।

জুলাইয়ের শেষে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে সমন্বয়হীনতায় লোক সমাগম কম হওয়ায় দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে বিএনপি হাইকমান্ড সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে বলে উঠে এসেছে খবরে।

আর নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রস্তুতি নিয়ে নয়া দিগন্তের খবর নির্বাচনে মনোযোগী আওয়ামী লীগ। খবরে বলা হচ্ছে দলটির সভাপতি এরই মধ্যে তৃণমূল নেতাদের ঢাকায় এনে নির্বাচনের প্রস্তুতির বার্তা দিয়েছেন এবং নির্বাচনী তফসিল ঘোষণার আগে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলো সফর করার পরিকল্পনা রয়েছে তার।

আরো পড়তে পারেন:

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে যুগান্তরের রিপোর্টের শিরোনাম সংসার চালানোই দায়। খবরে বলা হচ্ছে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে ‘আগুনে হাত পুড়ে’ যাওয়ার মত অবস্থা দাঁড়িয়েছে।

খবরে এক মাসের মধ্যে বেশ কিছু পণ্যের দাম বাড়াড় চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এক মাসের মধ্যে ডিমের দাম বেড়েছে ডজনে প্রায় ৩০ টাকা ও ফার্মের মুরগির দাম বেড়েছে ১৫-২০ টাকা। এছাড়া আদা, রসুন, তেলের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে উঠে এসেছে খবরে।

এই বিষয়ে বণিক বার্তার খবরের শিরোনাম মাছের মূল্যবৃদ্ধিতে দাম বেড়েছে ডিমের। প্রতিবেদনে বলা হচ্ছে মাছের দাম বাড়ায় আমিষের চাহিদা পূরণের জন্য বিকল্প পণ্য হিসেবে মানুষের মধ্যে ডিমের চাহিদা বাড়ছে। তবে চাহিদা বাড়লেও গত কয়েকমাসে নানা কারণে ডিমের যোগান বাড়েনি।

ডিমের যোগান না বাড়ার কারণ হিসেবে খবরে উল্লেখ করা হচ্ছে এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত তাপদাহের কারণে হিটস্ট্রোকে মুরগি মারা যাওয়া ও গত কয়েকদিন বন্যার কারণে ডিম ও মুরগির সরবরাহের সংকটকে।

নতুন প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়ার বিষয়ে ‘সুচিন্তিত মতামত’ পেলে গ্রহণ করবে সরকার – শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। বাংলাদেশের আইনমন্ত্রীর বরাত দিয়ে তৈরি করা হয়েছে এই শিরোনাম।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই আইনের খসড়ার বিষয়ে ‘সুচিন্তিত মতামত’ পাওয়া গেলে তা বিবেচনায় নেয়া হবে এবং ‘প্রয়োজনে’ বিষয়টি নিয়ে অংশীজনদের সাথে সরকার আলোচনা করবে বলেও উঠে এসেছে এই খবরে।

আইনমন্ত্রীর বক্তব্যকে ঘিরে ডেইলি স্টারের খবরের শিরোনাম Stakeholders have to give opinions by August 22. । আইনমন্ত্রীর বরাত দিয়ে খবরে বলা হচ্ছে যে, প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়ে কোনো মতামত দিলে তা ২২শে অগাস্টের মধ্যে জানাতে হবে।

বন্যা পরিস্থিতি নিয়ে মানবজমিনের খবর বন্যার পর চট্টগ্রামের চারদিকে হাহাকার। চট্টগ্রাম সহ বান্দরবান ও কক্সবাজার জেলায় গত পাঁচদিনের বন্যার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হচ্ছে এই পাঁচদিনের দুর্যোগে পাহাড় ধস, পানিতে ডুবে ও সাপের কামড়ে মোট ২৬ জন মারা গেছে। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের ঘরবাড়ি, স্থানীয় বাঁধ ও রাস্তাঘাটের।

নিউ এজের খবরের শিরোনাম Death toll in Ctg flood reaches 29.। খবরে বলা হচ্ছে বন্যায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৯ জন আর প্রায় ৬০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

খবরে বলা হচ্ছে, ঐ এলাকায় বৃহস্পতিবার রাত থেকে পানি নামছে এবং আগামী ৪৮ ঘণ্টা পানি কমতে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হবে কয়েকদিন শিরোনামে খবর প্রকাশ করেছে ইত্তেফাক।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে খবরে বলা হচ্ছে বুধবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বিভিন্ন শারীরিক জটিলতার কারণে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে।

আর ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নয়া দিগন্তের রিপোর্ট ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত ২,৯৫৯, মৃত্যু ১২। খবরে বলা হচ্ছে বাংলাদেশে এর আগে কখনো একদিনে এত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

অগাস্ট মাসের দশ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে বলে উঠে এসেছে খবরে। খবরে আশঙ্কা প্রকাশ করা হয়, এই মাসের শেষ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াতে পারে।