আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
চোখের সামনে লুকানো ছিলো বাংলাদেশের গোপন বন্দিশালাগুলো
দেশজুড়ে এরকম শত শত বন্দিশালা ছড়িয়ে আছে, যেখানে বন্দিদের নির্ঘুম রাখা, মারধর করা, নির্যাতন করা এবং সম্পূর্ণ অন্ধকারে ফেলে রাখা হতো। প্রায় সব বন্দিই এমন কথা বলেছেন।
ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিষ্ঠুর শাসনের শিকার ব্যক্তিরা তার শাসনের পতনের সাত মাস পরেও এখনও ভয়ের মধ্যে বাস করছেন।
বিবিসি আওয়ামী লীগের জোরপূর্বক গুম কর্মসূচির অর্ধ ডজন ভুক্তভোগীর সাথে কথা বলেছে যারা বলেছে যে তারা এখনও ভীত কারণ তাদের অপহরণকারীরা মুক্ত, এখনও দেশের সামরিক সংস্থার সক্রিয় সদস্য।
গত বছর সরকারবিরোধী বিক্ষোভের ফলে হাসিনার শাসনের পতনের পর, গোপন আটক কেন্দ্রগুলির পরিমাণ - এবং সপ্তাহ, মাস এবং কিছু ক্ষেত্রে বছরের পর বছর ধরে তাদের ভেতরে রাখা ব্যক্তিদের সাথে আচরণ - প্রকাশ্যে আসতে শুরু করেছে।