পত্রিকা: 'পুনরুজ্জীবিত হচ্ছে 'জনতার মঞ্চ' মামলা, আইন মন্ত্রণালয়কে চিঠি'

এই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ সময়ে আওয়ামী লীগের সরকারবিরোধী আন্দোলনে সংহতি প্রকাশ করে জনতার মঞ্চে অংশগ্রহণকারী তৎকালীন সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ২০০২ সালে রমনা থানায় দায়ের করা মামলাটি পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলাটি প্রত্যাহার করে।

এই মামলার বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মামলাসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ২৬ জানুয়ারি 'রাজনৈতিক হয়রানিমূলক' উল্লেখ করে মামলাটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (আইন) মো. সুজায়েত উল্লাহ স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়।

এই চিঠি পাঠানোর এক সপ্তাহ পর 'জনতার মঞ্চ' মামলার দায় থেকে সাবেক সচিব ও আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ সাতজনকে অব্যাহতি দেয়া হয়।

অব্যাহতি পাওয়া অন্যরা হলেন সাবেক সচিব শফিউর রহমান, যুগ্ম সচিব সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব র আ ম উবায়দুল মুক্তাদির আহমেদ চৌধুরী, উপ-প্রেস সচিব মো. আবু আলম শহীদ খান, সাবেক পুলিশ সুপার সৈয়দ ফজলুল করিম ও সৈয়দ মহিউদ্দিন।

ঢাকা থেকে প্রকাশিত আজ বুধবারের পত্রিকাগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চিত্র, ফলাফল, প্রার্থীদের অভিযোগ ও ফল প্রত্যাখ্যান সংক্রান্ত খবর বেশ গুরুত্ব পেয়েছে।

কালের কণ্ঠের প্রধান শিরোনাম— ডাকসুতে নতুন ইতিহাস। এই খবরে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করতে যাচ্ছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল।

ডাকসুর ২৮টি পদের বেশিরভাগ পদেই বিজয়ী হতে যাচ্ছে ছাত্রশিবির সমর্থিত 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেল। ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র সংগঠনটি।

গতকাল মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে টানা ভোটগ্রহণের মাধ্যমে বিকেল ৪টায় শেষ হয়।

তবে ভোট শেষে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ উঠেছে।

প্রার্থীরা নির্বাচন ঘিরে অস্বচ্ছতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন। একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করেছেন।

এমনকি নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।

ফল প্রত্যাখ্যান ছাত্রদলের, উমামা বললেন 'বয়কট'— প্রথম আলোর প্রথম পাতার খবর এটি।

এতে বলা হয়েছে, ছাত্রদলের প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

ফলাফল ঘোষণা চলাকালে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ফেসবুকে লিখেছেন, 'পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।'

তবে একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ভোটে কিছু অনিয়মের কথা তুলে ধরে বলেছেন, শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষমাণ।

দিনে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হলেও সন্ধ্যা থেকে উত্তেজনা তৈরি হয়। রাত দেড়টার পর কার্জন হল কেন্দ্র দিয়ে ফলাফল ঘোষণা শুরু হয়।

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও গভীর রাতে ফলাফল বর্জনের ঘোষণা দেন। ফেসবুকে লিখেছেন, 'বয়কট, বয়কট'।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশে চিকিৎসক ও প্রতিবন্ধী ব্যক্তিদের বয়স আগের মতো সাধারণ প্রার্থীদের চেয়ে দুই বছর বেশি নির্ধারণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

একই সঙ্গে বিভিন্ন করপোরেশন ও সরকারি প্রতিষ্ঠানে পঞ্চম ও ষষ্ঠ গ্রেডসহ বিশেষায়িত কিছু পদে সরাসরি নিয়োগের বয়সসীমাও আগের মতো ৩৫ ও ৪০ বছর করা হচ্ছে।

এসব বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তবে মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরিতে প্রবেশের বয়স সাধারণ প্রার্থীদের চেয়ে বেশি নির্ধারণ করা হবে কি না , সে বিষয়ে কোনও সুপারিশ করেনি। মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়ার ভার ছেড়ে দিয়েছে উপদেষ্টা পরিষদের ওপর।

এদিকে, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩২ বছর করে গত বছরের ১৮ নভেম্বর অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশ জারির ফলে সবার জন্য সব ধরনের সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স ৩২ বছর হয়েছে।

অলি সরকারের পতন, নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী— বণিক বার্তার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, ছাত্র-জনতার বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন।

তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যও পদত্যাগ করেছেন। এছাড়া, দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা অজ্ঞাত স্থানে রয়েছেন।

এমন পরিস্থিতিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে দেশটির আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

পদত্যাগের ঘোষণার আগেই ভক্তপুরের বালকোট এলাকায় অলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

শুধু অলির বাড়ি নয়, এদিন একে একে হামলা হয় ক্ষমতাসীন জোটের শরিক কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ কয়েকজন মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বাড়িতেও।

দিনভর দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও পর্যটনস্থলে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছে।

চলমান সংকট নিরসনে দেশটিতে শিগগিরই একটি অন্তর্বর্তী সরকার গঠন হতে পারে, যার নেতৃত্বে থাকতে পারেন আন্দোলনের প্রতিনিধিরা।

ঢাকা আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি— মানবজমিনের প্রথম পাতার একটি শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ ঢাকা আসছেন।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা ১৪ই সেপ্টেম্বর ৩ দিনের সফরে বাংলাদেশে পৌঁছানোর কথা।

গত বছর জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে দু'দফায় ঢাকায় এসেছিলেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে ওয়াশিংটনে শুল্ক বিষয়ক সমঝোতার বিষয়ে যুক্ত ছিলেন তিনি। সেই সমঝোতার পর মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর হবে।

ট্রাম্প প্রশাসনের মন পেতে উড়োজাহাজ, গম, প্রতিরক্ষা সরঞ্জামাদিসহ নানা রকম ক্রয়ের অঙ্গীকার করে অন্তর্বর্তীকালীন সরকার।

যার প্রেক্ষিতে বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন।

সূত্র বলছে, লিঞ্চের সফরে ক্রয়ের সেই সব অঙ্গীকারের বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক সম্পর্কও পর্যালোচনা হবে।

দেশ রূপান্তরের প্রথম পাতার একটি শিরোনাম— ১৬ বছর বয়সীরা এনআইডি পাবে: ইসি সচিব

খবরটিতে বলা হচ্ছে, যাদের বয়স ১৬ বা ১৮ বছরের কম, তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধন আবেদন করতে পারবে। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি দেবে।

বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম যুক্ত হবে ভোটার তালিকায়।

গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেছেন, যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যায়, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চিকিৎসার জন্য বিদেশে যাওয়াসহ ছোটখাটো নানা কাজে এনআইডির প্রয়োজন হয়।

এনআইডি না থাকলে তাদের অসুবিধায় পড়তে হয়। এজন্য ১৬ বছর ও তার চেয়ে বেশি বয়সীরা এনআইডি পাবে।

এছাড়া, এনআইডি হারিয়ে গেলে এখন থানায় আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।

প্রচারণা শেষ, জাকসু নির্বাচন আগামীকাল— ইত্তেফাকের প্রথম পাতার খবর এটি।

এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ২৯ আগস্ট থেকে গতকাল শেষ দিন পর্যন্ত টানা ১২ দিন প্রার্থীরা তাদের প্রচার চালান। এ সময় প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী প্রচারে ব্যস্ত থেকেছেন।

প্রচারণায় সবচেয়ে বেশি চোখে পড়েছে লিফলেট ও হ্যান্ডবিলের ছড়াছড়ি।

এদিকে, এই নির্বাচনে 'সম্প্রীতির ঐক্য প্যানেলের' ভিপি পদের প্রার্থী অর্মত্য রায় জনকে অংশ নেয়ার সুযোগ দেয়ার হাইকোর্টের আদেশ গতকাল মঙ্গলবার স্থগিত করেছেন আপিল বিভাগ।

এবার কাতারে হামলা চালাল ইসরায়েল— সমকালের প্রথম পাতার একটি শিরোনাম এটি।

এতে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল।

গতকাল মঙ্গলবারে চালানো এই হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে, ইসরায়েলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় হামাস নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলি হামলার বিষয়ে কাতারকে জানানো হয়েছিল। তবে দোহা এই দাবি প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের নির্বাসিত গাজাপ্রধান ও শীর্ষ আলোচক খলিল আল-হাইয়াসহ শীর্ষস্থানীয় হামাস নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

তবে হামাসের দুটি সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনাকারী দলের হামাস কর্মকর্তারা এই হামলায় বেঁচে গেছেন।

ইসরায়েলের নিরাপত্তা সংস্থা সিনবেথের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি নিরাপত্তা সংস্থার সদরদপ্তরে ছিলেন।

Women's unpaid labour worth Tk 570,000cr, অর্থাৎ গৃহকর্মে নারীদের অবৈতনিক কাজের অবদান পাঁচ লাখ ৭০ হাজার কোটি টাকা। এটি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রথম পাতার খবার।

এতে বলা হয়েছে, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) দেশের নাগরিকদের মোট অবৈতনিক গৃহস্থালি কাজের অবদান ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা।

এর মধ্যে শুধু নারীদের গৃহস্থালি ও সেবাযত্নের কাজের অর্থমূল্য ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা।

২০২১ সালের সময় ব্যবহার জরিপ এবং ২০২২ সালের শ্রমশক্তি জরিপের তথ্যের ভিত্তিতে একটি জরিপ পরিচালনা করে এমন ফলাফল পেয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গতকাল মঙ্গলবার বিবিএস মিলনায়নে 'বাংলাদেশের অবৈতনিক গৃহস্থালি উৎপাদনের স্যাটেলাইট হিসাব' শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

এতে বলা হয়, নারীর বিনা মজুরির গৃহস্থালির কাজের আর্থিক মূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।

অন্যদিকে, সেবাযত্নের কাজের আর্থিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।

প্রথমবারের মতো এই পরিসংখ্যান প্রণয়ন করল বিবিএস।