‘কূটনীতিকরা সংলাপ চান তফসিলের আগেই’

কূটনীতিকরা সংলাপ চান তফসিলের আগেই’- যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম এটি।

খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কূটনীতিকরা নির্বাচনের তফসিলের আগেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ চান। তারা মনে করেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

এদিকে রাজনৈতিক কর্মসূচির কারণে রাজপথে সহিংসতা বাড়ছে। সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা হয়ে গেলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

তাই এখনই অর্থবহ সংলাপ হলে তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথকে সুগম করবে। এ অবস্থায় শেষ মুহূর্তে সমঝোতার আশায়ও আছেন অনেকেই।

এদিকে নির্বাচন কমিশন চলতি মাসের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে শোনা যাচ্ছে।

প্রথা অনুযায়ী, তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার অপরাপর নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামী ৫ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশন সাক্ষাৎ করার পর তফসিল ঘোষণা হতে পারে।

তার আগের দিন অর্থাৎ আগামীকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রস্তুতি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির সঙ্গে আলাপের মাধ্যমে নির্বাচনের তফসিল ও তা ঘোষণার তারিখ চূড়ান্ত হবে।

সংলাপের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী’ কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম এটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপের প্রস্তাব আবারও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী ভাষণের বক্তব্যে এমনটাই বলেন তিনি।

গত ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির সহিংসতায় যুক্তদের জানোয়ার অভিহিত করে তিনি বলেন, জানোয়ারদের সঙ্গে বসার কথা কারা বলে, প্রশ্নই ওঠে না। দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কেমন বাংলাদেশ চায়? উন্নত দেশ, নাকি ধ্বংসের দেশ।

এসময় সংসদে ২৮ অক্টোবরের সহিংসতার একটি ভিডিও চিত্র দেখান তিনি।

সংসদ অধিবেশন নিয়েই আরও বেশ কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম করা হয়েছে।

কিলার দিয়ে খালেদার ছেলে আমাকে মারার চেষ্টা করেছে’- সমকাল পত্রিকার শিরোনাম।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিদেশ সফরের সময় কিলার ভাড়া করে তাকে হত্যার প্রচেষ্টা চালানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদের সমাপনী বক্তব্যেই এই অভিযোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বারবার আমার ওপর আঘাত এসেছে। তারপরও আমি বেঁচে গেছি এবং আমি কাজ করতে পেরেছি দেশের জন্য, কাজ করে যাচ্ছি।

“এখনো বারবার আমার ওপর হামলা হচ্ছে। শুধু দেশে না, বিদেশেও প্রচেষ্টা চালানো হয়েছে। আমি বিস্তারিত বলব না। এটুকু জানিয়ে রাখলাম”।

তিনি বলেন, যখন আমি বিদেশে যাই সেখানেও কিলার হায়ার (ভাড়া) করে আমাকে মারার প্রচেষ্টা। সেই চেষ্টা করেছে ওই খালেদা জিয়ার ছেলে, যে লন্ডনে বসে আছে, সেসহ তাদের যারা সন্ত্রাসী তারাই। তবে আমি কখনো এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত নই। জন্মালে তো মরতেই হবে।

পত্রিকাটির প্রথম পাতার আরেকটি খবর- ‘আমির খসরু, স্বপন ও আমিনুল গ্রেপ্তার

খবরটিতে বলা হয়েছে, গতকাল রাজধানী থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক উইংয়ের প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, মিডিয়া সেলের আহ্বায়ক যহির উদ্দিন স্বপনসহ আরও পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে চলা গ্রেপ্তার অভিযানে গত ছয়দিনে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার গ্রেপ্তার হলেন তারা।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এক বার্তায় জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে তুলে নিয়ে গেছেন।

খবরে আরও বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আরও ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন মামলা হয়েছে ৩০ টি।

একই খবর নিয়ে প্রথম আলোর প্রথম পাতার শিরোনাম ‘গভীর রাতে আটক আমীর খসরু’।

খবরে বলা হয়েছে, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মধ্যরাতে গুলশানের ৮১ নম্বর সড়কের ওই বাড়িটি ঘিরে ফেলেছিলেন বলে এই বিএনপি নেতার পরিবারের এক সদস্য জানিয়েছিলেন।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন–অর–রশীদও প্রথম আলোকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর গুলশান এলাকা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পুলিশ গ্রেপ্তার করে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁকে গ্রেপ্তারের কথা জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে।

২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থেকে এই গ্রেপ্তার অভিযান চলছে।

গত রোববার (২৯ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে ওই ঘটনায় দায়ের করা একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

এরপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে।

সংঘর্ষের এই ঘটনায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার তাঁদের পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এদিকে রোববার থেকে বিএনপির নতুন কর্মসূচি নিয়ে নয়া দিগন্তের প্রধান শিরোনাম ‘আবারো ৪৮ ঘণ্টা অবরোধের ডাক’।

খবরে বলা হয়েছে, আবারো ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

গতকাল সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির তরফ থেকে আগামী রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


রিজভী বলেন, ২৮ অক্টোবর থেকে চলমান আন্দোলনে মারা যাওয়া নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনায় বিএনপির পক্ষ থেকে আজ শুক্রবার দেশজুড়ে মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত করা হবে।

“২৮ অক্টোবর একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সেই সমাবেশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল”।

তিনি বলেন, সাধারণ মানুষের এই গণজোয়ার ক্ষমতাসীনরা সহ্য করতে পারেনি। সে জন্য একটি মহাপরিকল্পনার অংশ হিসেবে সেই দিনের শান্তিপূর্ণ সমাবেশটি পণ্ড করে দেয়া হয়।

“এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে প্রমাণিত হয়েছে, পুরো প্রক্রিয়াটি সরকারের পূর্ব পরিকল্পিত”।

পোশাক শিল্পে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ নিয়ে বণিক বার্তার প্রধান শিরোনাম ‘শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রস্তুত বিজিবি, র‍্যাব ও শিল্প পুলিশ

খবরে বলা হয়েছে, দেশের শিল্প অধ্যুষিত এলাকাগুলোয় শ্রম অসন্তোষ অব্যাহত ছিল গতকালও। কাঙ্ক্ষিত মজুরির দাবিতে পথে নেমেছেন মিরপুর, গাজীপুর ও আশুলিয়া এলাকার শ্রমিকরা।

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ড গঠন হলেও এখনো এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য পর্যায়ের মজুরি প্রস্তাব ও সমঝোতার আগ পর্যন্ত শ্রম অসন্তোষ প্রশমনের সম্ভাবনাও এখন কম।

সার্বিক দিক বিবেচনায় অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবেলা ও বিক্ষোভ নিয়ন্ত্রণে পর্যাপ্তসংখ্যক র‍্যাব, বিজিবি ও শিল্প পুলিশ মোতায়েনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিল্প পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ২২ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অসন্তোষের ঘটনা ঘটেছিল ৬৯টি কারখানায়। কারখানাগুলো ছিল গাজীপুর ও আশুলিয়া এলাকার।

এরপর ৩১ অক্টোবর ঢাকার মিরপুরে শ্রমিক অসন্তোষের তীব্রতা দৃশ্যমান হয়। এখন পর্যন্ত বিক্ষোভগুলোও মূলত এ তিন এলাকাকেন্দ্রিক।

গতকাল রাতে সর্বশেষ তথ্য অনুযায়ী গাজীপুরে ১৭০ থেকে ২০০ কারখানা বন্ধ হয়েছে। আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যা ২৭০টির মতো।

গতকাল বিক্ষোভ তুলনামূলক নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টরা। তারা বলছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

বিএনপির অবরোধ শুরুর পর অসন্তোষের তীব্রতা কিছুটা বেড়েছে। নতুন করে ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হবে রোববার। আজ ও আসন্ন অবরোধের মধ্যে বিক্ষোভ নিয়ন্ত্রণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিক্ষুব্ধ এলাকাগুলোয় এরই মধ্যে বিজিবির টহল শুরু হয়েছে। বিক্ষোভের সম্ভাব্য তীব্রতা মোকাবেলায় বিজিবির পাশাপাশি র‍্যাব ও শিল্প পুলিশ বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।

একই বিষয়ে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ‘শ্রমিক বিক্ষোভের মধ্যে ভাংচুর-সংঘর্ষ চলছেই’।

খবরে বলা হয়েছে, গাজীপুর মহানগর, আশুলিয়া ও ঢাকার মিরপুরসহ বিভিন্ন স্থানে বেতনবৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর অব্যাহত রয়েছে।

গত ২৩ অক্টোবর থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে শ্রমিকরা। গত বুধবার শ্রমিক বিক্ষোভ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার তা বেড়ে যায়।

এদিকে শ্রমিক আন্দোলনের মুখে গাজীপুর ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা বন্ধের সংখ্যা বেড়েছে। গতকাল সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকলেও গাজীপুর ও আশুলিয়ায় কমপক্ষে ৪২১টি কারখানা বন্ধ রয়েছে।

এর মধ্যে অর্ধেক কারখানা গত মঙ্গলবার থেকে বন্ধ।

এছাড়াও গতকাল সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকলেও গাজীপুর ও আশুলিয়ায় কমপক্ষে ৪২১টি কারখানা বন্ধ রয়েছে।

এর মধ্যে অর্ধেক কারখানা গত মঙ্গলবার থেকে বন্ধ। গাজীপুর শিল্প পুলিশ-১-এর (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গাজীপুর শহরের আশপাশের এলাকা ছাড়াও কোনাবাড়ি, কাশিমপুর ও কালিয়াকৈরে ৩৮৬টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।

“কারখানা বন্ধের সংখ্যা আরো বেশি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে, ৩০ থেকে ৩৫টি পোশাক কারখানার ছুটির নোটিশ পেয়েছি আমরা। আবার কিছু কারখানায় বৃহস্পতিবার সকালে কাজ শুরু হলেও পরে ছুটি ঘোষণা করা হয়েছে”।

তিনদিনের অবরোধ কর্মসূচি নিয়ে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম ‘অবরোধের ব্যবচ্ছেদ’। অবরোধের সাফল্য ও ব্যর্থতা নিয়ে বিএনপি ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কী ভাবছে তাই উঠে এসেছে খবরটিতে।

এক্ষেত্রে দুই দলই নিজেদের সফল দাবি করছে।

বিএনপি নেতারা বলছেন, অতীতের চেয়ে এবার সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অন্যদিকে বিএনপির আন্দোলন মোকাবিলার জন্য মাঠে থাকা আওয়ামী লীগের দাবি, কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ আগের চেয়ে বাড়তে শুরু করেছে। ফলে দল শক্তিশালী হয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি পত্রিকার প্রথম পাতায় জেলা হত্যা দিবস নিয়ে খবর ছাপা হয়েছে। দ্য ডেইলি স্টারের শিরোনাম ‘Jail Killing Day Today’, অর্থাৎ আজ জেলহত্যা দিবস।

১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে হত্যা করা হয়।

১৫ আগস্টের হত্যাকাণ্ডের ৭৯ দিন পর এই চার নেতাকে হত্যা করা হয়। এর আগে ১৫ আগস্টের পর এই ৪ জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।