তুরস্ক, সিরিয়ার ভূমিকম্পে দুর্গত মানুষের বেঁচে থাকার লড়াই, এপর্যন্ত নিহত ৫০০০

তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর-পশ্চিম সিরিয়ার বহু অংশে এক প্রবল ভূমিকম্পের পর পুরো এলাকা জুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে।

ভোর রাতে এই ভূমিকম্পে হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

এপর্যন্ত পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও হাজার হাজার মানুষ এই ভূমিকম্পে হতাহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

ছবিতে ভূমিকম্প-পরবর্তী দৃশ্য

তুরস্কের দিয়ারবাকিরে একটি ধসে পড়া বিল্ডিং থেকে লোকজনকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তুরস্কের দিয়ারবাকিরে একটি ধসে পড়া বিল্ডিং থেকে লোকজনকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।
তুর্কি শহর সানলিফুরায় ধসে পড়া একটি বহুতল বাড়ি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তুর্কি শহর সানলিফুরায় ধসে পড়া একটি বহুতল বাড়ি।
ওসমানিয়া প্রদেশের একটি ১০-তলা বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১০-বছর বয়সী এই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ওসমানিয়া প্রদেশের একটি ১০-তলা বাড়ির ধ্বংসস্তূপ থেকে ১০-বছর বয়সী এই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে।
হাতায় প্রদেশের একটি শতবর্ষী ক্যাথলিক গির্জা ধূলোয় মিশে গেছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাতায় প্রদেশের একটি শতবর্ষী ক্যাথলিক গির্জা ধূলোয় মিশে গেছে।
হাতায় প্রদেশের এক শিশুকে নিরাপদে নামিয়ে আনা হচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাতায় প্রদেশের এক শিশুকে নিরাপদে নামিয়ে আনা হচ্ছে।
তুরস্ক এবং সিরিয়া জুড়ে এই ভূমিকম্প আঘাত এনেছে মোট তিনবার। প্রথমবার রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তুরস্ক এবং সিরিয়া জুড়ে এই ভূমিকম্প আঘাত এনেছে মোট তিনবার। প্রথমবার রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়।
তুরস্ক এবং সিরিয়ার বিভিন্ন জায়গায় এভাবেই বিপন্ন মানুষকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, তুরস্ক এবং সিরিয়ার বিভিন্ন জায়গায় এভাবেই বিপন্ন মানুষকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।
ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হওয়া আহত মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার হওয়া আহত মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।
হাসপাতালগুলো ইতোমধ্যেই বোঝাই হয়ে গেছে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, হাসপাতালগুলো ইতোমধ্যেই বোঝাই হয়ে গেছে।
ভূমিকম্পে সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন এই বৃদ্ধ।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভূমিকম্পে সর্বস্ব হারিয়ে ভেঙে পড়েছেন এই বৃদ্ধ।
ব্যাপক এই ধ্বংসযজ্ঞের মধ্যে নিখোঁজ নিকটজনকে খুঁজে বেড়াচ্ছেন অনেকেই।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ব্যাপক এই ধ্বংসযজ্ঞের মধ্যে নিখোঁজ নিকটজনকে খুঁজে বেড়াচ্ছেন অনেকেই।