সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে চায় বিএনপি ও গ্যাসের দাম দুই চুলায় ৫১২ টাকা বাড়ানোর প্রস্তাব

শক্তি নিয়ে মাঠে নামার চেষ্টা বিএনপির- এমন একটি শিরোনাম করেছে দৈনিক পত্রিকা সমকাল। এতে বলা হচ্ছে, সরকার বিরোধী ধারাবাহিক আন্দোলন শুরু করেছে বিএনপি। সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে ঘোষিত জনসমাবেশ কর্মসূচির বাইরে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা করবে দলটি।
এবার প্রতিটি কর্মসূচিকেই গুরুত্ব দিচ্ছে তারা। নিজেদের সাংগঠনিক অবস্থান যাচাই করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে বলা হয়েছে নেতাকর্মীদের।
বিএনপির আন্দোলন নিয়ে প্রথম আলোর শিরোনাম, ‘পদযাত্রা’ দিয়ে টানা কর্মসূচি শুরু করছে বিএনপি, মাঠে থাকবে আ.লীগ। এই খবরে বলা হয়েছে, রাজধানী ঢাকায় আবার টানা কর্মসূচি শুরু করছে বিএনপি। রাজধানীর দুই এলাকায় আজ বুধবার বিকেলে দুটি ‘পদযাত্রার’ মধ্য দিয়ে দলটির আট দিনের কর্মসূচি শুরু হচ্ছে। এই সময়ের মধ্যে চারটি পদযাত্রা এবং চারটি জনসমাবেশ হবে।
নয়া দিগন্তের শিরোনাম, যুগপৎ আন্দোলনের যৌথ রূপরেখার খসড়া ফের তৈরির সিদ্ধান্ত বিএনপির। এই খবরে বলা হয়েছে, এবার বিএনপিই যুগপৎ আন্দোলনের যৌথ রূপরেখার খসড়া তৈরির সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনের অ্যতম শরিক জোট 'গণতন্ত্র মঞ্চের' প্রস্তাবিত ৩৫ দফাকে বিএনপি ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের রূপরেখা’য় অন্তর্ভূক্ত করে এই খসড়া তৈরি করা হবে।
‘BNP expels 39 leaders for life’ শিরোনাম করেছে দ্য ডেইলি স্টার। এতে বলা হচ্ছে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেয়ার কারণে ২৯ জন নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। এই ২৯ নেতা কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
সংকট সমাধানের সংকেত নাকি রাজনৈতিক কৌশল- সমকাল পত্রিকার মূল শিরোনাম এটি। এই খবরে বলা হয়েছে যে, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইঙ্গিত চলমান সংকট সমাধানের উপায়, নাকি রাজনৈতিক কৌশল, তা নিয়ে বিতর্ক চলছে। সরকারের ঘনিষ্ঠরা বলছেন, সংবিধানের মধ্য থেকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ছাড় দিতে চান। এ কারণেই তিনি সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলোকে নির্বাচনকালীন সরকারে স্থান দেওয়ার কথা বলেছেন। কিন্তু বিরোধীরা বলছেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের নজির নেই। সুতরাং নির্বাচনকালীন সরকারকে হতে হবে নিরপেক্ষ।

যুগান্তরের শিরোনাম, অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিতে বাড়ছে চাপ। এই খবরে বলা হয়েছে, অংশগ্রহনমূলক নির্বাচন নিশ্চিতে বাড়ছে নানামুখী চাপ। এ নিয়ে দেশি-বিদেশি শক্তিগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেশ তৎপর। সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করছেন। পর্দার আড়ালেও চলছে দৌঁড়ঝাপ। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে পর্যবেক্ষক পাঠাবে না বলে সতর্কবার্তা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।
বণিক বার্তার মূল শিরোনাম, ভোজ্যতেলের মূল্য নির্ধারণ, শুধু ব্যবসায়ীদের বক্তব্যকেই আমলে নিচ্ছে কি ট্যারিফ কমিশন? এই খবরে বলা হয়েছে যে, ভোজ্যতেল আমদানিতে শুল্ক রেয়াতের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ব্যবসায়ীদের এ দাবিকে আমলে নিয়ে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির অনুমোদন দেয় ট্যারিফ কমিশন।
বিষয়টিতে আপত্তি তুলে ভোক্তা ও বাজার পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন, আন্তর্জাতিক বাজারে গত এক বছরে ভোজ্যতেলের দাম কমেছে ৪৪-৫২ শতাংশ। বিশ্ব বাজারে কম দামে ভোজ্যতেল ক্রয়ের সুযোগ থাকলেও ব্যবসায়ীরা ডলার সংকট ও বিনিময় হার বৃদ্ধি এবং শুল্ক প্রত্যাহারের অজুহাত দেখিয়ে পণ্যটির দাম বাড়িয়ে নিয়েছেন। ট্যারিফ কমিশনও আমলে নিয়েছে শুধু ব্যবসায়ীদের দেয়া তথ্য ও দাবিকে।
দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ‘Dhaka-Cox’sbazar rail link, Opening this sept but bottlenecks to stay till 2028’। এই খবরটিতে বলা হয়েছে যে, চট্টগ্রাম হয়ে ঢাকা-কক্সবাজার রেল লাইন এই বছরের সেপ্টেম্বরে চালু হলেও রাজধানী এবং পর্যটক জেলা কক্সবাজারের সাথে রেল যোগাযোগ ২০২৮ সালের আগে সম্পূর্ণভাবে চালু হবে না। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ কালুরঘাট সেতুর ভগ্নদশা এবং চট্টগ্রাম শহর থেকে দোহাজারী পর্যন্ত ৫২ কিলোমিটার রেল লাইনের খারাপ অবস্থাকে দায়ী করেছেন।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
নয়া দিগন্তের প্রধান শিরোনাম, কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তা অতি গুরুত্বপূর্ণ, ওয়াশিংটন ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, কূটনীতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদ অনুযায়ী, স্বাগতিক দেশকে সব কূটনীতিক মিশন ও কর্মীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। দূতাবাস কর্মীদের উপর যেকোন ধরণের আক্রমণ ঠেকাতে সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কূটনীতিকদের নিরাপক্তার ইস্যুটি নিয়ে একাধিক শিরোনামে খবর প্রকাশ করেছে যুগান্তর। এই পত্রিকার একটি শিরোনাম, প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না। এতে বলা হয়েছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কয়েক জন বিদেশি কূটনীতিকের সাধারণ নিরাপত্তার অতিরিক্ত হিসাবে দেওয়া পুলিশের এসকর্ট প্রত্যাহার করায় দ্বিপক্ষীয় সম্পর্কে কোন প্রভাব পড়বে না। তাদের বিকল্প হিসেবে আনসার দেয়া হবে।
একই বিষয়ে এই পত্রিকার অন্য শিরোনামগুলোর মধ্যে রয়েছে, প্রস্তুত হচ্ছে প্রটেকশন গার্ড রেজিমেন্ট, নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন। আরেকটি শিরোনাম হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষতির কারণ হবে-মির্জা ফখরুল। এতে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত ছয় রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে-এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্বহীনভাবে কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার, এতে সংকট সৃষ্টি হবে।
এ বিষয়টি নিয়ে প্রথম আলোর শিরোনাম, ‘বাড়তি নিরাপত্তা’ প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না, সাংবাদিকদের পররাষ্ট্রসচিব। এছাড়া এ বিষয়টি নিয়ে প্রায় সব পত্রিকাই খবর প্রকাশ করেছে।

নিউ এইজ তাদের মূল শিরোনাম করেছে, ‘Severe load-shedding continues, 60 percent capacity unused most of the time’। এতে বলা হচ্ছে, আগের দিনের তুলনায় গ্যাস সরবরাহ বাড়লেও মারাত্মক ধরণের লোডশেডিং অব্যাহত রয়েছে দেশজুড়ে। শুধু মঙ্গলবারই তৃতীয় সর্বোচ্চ প্রায় ২৮৩৭ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল দেশে। গত তিন দিনে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ ঘাটতি ছিল বলেও জানা যায়।
এ বিষয়ে দৈনিক বাংলার শিরোনাম, লোডশেডিংয়ের কবলে দেশ, ঢাকাতেই ১২০০ মেগাওয়াট। এই খবরে বলা হচ্ছে, দেশে ২০১৬ সালের পর এতো তীব্র বিদ্যুৎ বিপর্যয়ে পড়েনি দেশ। অন্তত ৫০০০ মেগাওয়াটের ঘাটতি দেখা দিয়েছে। খোদ রাজধানীতে লোডশেডিং ১০০০ থেকে ১২০০ মেগাওয়াট।
গ্যাসের দাম বাড়া নিয়ে দ্য ডেইলি স্টারের শিরোনাম, ‘Household use, Gas price may rise by up to Tk 512 a month’। এতে বলা হয়েছে, যথার্থ কোন পরিসংখ্যান ছাড়াই তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলেছে যে, বাসাবাড়িতে গড় গ্যাসের ব্যবহার গত বছর জ্বালানি কমিশনের করা পরিমানের তুলনায় অনেক বেশি। তিতাসের এই ধারণা বিবেচনায় নিলে বাসাবাড়িতে ব্যবহৃত ডাবল বার্নারের ক্ষেত্রে গ্যাসের দাম ৪৭ শতাংশ এবং সিঙ্গেল বার্নারের ক্ষেত্রে গ্যাসের দাম ৩৯ শতাংশ বাড়তে পারে।
এ নিয়ে সংবাদের শিরোনাম, গ্যাসের চুলায় বিল বাড়াতে প্রস্তাব তিতাসের। এতে বলা হয়, পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী গ্রাহকদের চুলার বিল বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। দুই চুলায় ১৫৯২ টাকা এবং এক চুলায় ১৩৮০ টাকা মাসিক গ্যাস বিল চায় তারা। ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, এই দাবি অযৌক্তিক, দুর্নীতি ও চুরি বৈধ করতে তিতাস এই দাম বাড়াতে চায়।

অন্যান্য খবর
নয়া দিগন্তের শিরোনাম, যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে ৮৩ টাকা কেজি দরে চিনি। এতে বলা হয়, এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিনি কিনতে যাচ্ছে সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে সাড়ে ১২ হাজার টন চিনি কেনা হবে। এর জন্য ব্যয় করতে হবে ৬৬ কোটি টাকা। প্রতি কেজি চিনির দর পড়বে প্রায় ৮৩ টাকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। সভাটি আজকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী এক-দুই দিনের মধ্যে চিনির দাম কমবে। দাম নির্ধারিত করে দেয়ার পরও যারা বেশি দামে বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। এ বিষয়টি নিয়ে প্রায় সব প্রত্রিকাতেই খবর প্রকাশিত হয়েছে। দৈনিক বাংলার শিরোনাম, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ।
মানবজমিনের মূল শিরোনাম, ঝুঁকিতে পোশাক খাত, অর্ডার কমছে বন্ধ হয়ে যাচ্ছে ছোট কারখানা। এতে বলা হয়েছে, করোনার ধাক্কা সামলে ওঠার আগেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রভাবে নতুন করে সংকটের মুখে পড়ে দেশের পোশাক খাত। কমেই চলেছে ক্রয়াদেশ। গতবছরের তুলনায় এ বছর ক্রয়াদেশ কমেছে অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ।
ঢাকা ট্রিবিউনের শিরোনাম, ‘Cyclone Mocha Death toll hits 60 in Myanmar’। এতে বলা হচ্ছে, মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ ধ্বসে যাওয়া বাড়িঘর মেরামতের চেষ্টা করছে। একই সাথে ত্রাণের অপেক্ষায় আছে তারা।
মোখার প্রভাব নিয়ে সেন্টমার্টিন দ্বীপ থেকে সরেজমিন খবর প্রকাশ করেছে প্রথম আলো। তাদের শিরোনাম, ক্ষতিগ্রস্ত শুকনা খাবার, ঘরের জন্য বাঁশ-টিন দরকার।
এছাড়া বিবিসিতে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারের খবরটি প্রায় সব পত্রিকাতেই ছাপা হয়েছে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘যুক্তরাষ্ট্র হয়তো আমাকে ক্ষমতায় চায় না, বিবিসিকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’








