'যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না'

যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না – পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের এই মন্তব্যকে শিরোনাম করেছে দৈনিক কালের কণ্ঠ। বাংলাদেশের ওপর আরো মার্কিন নিষেধাজ্ঞা আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে সোমবার এই মন্তব্য করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

খবরে বলা হচ্ছে, একটি দৈনিক পত্রিকায় যুক্তরাষ্ট্রের আরো নিষেধাজ্ঞা দেয়ার সম্ভাবনা নিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে, সংবাদ সম্মেলনে সেটিকে ‘ডাহা মিথ্যা কথা’ হিসেবে উড়িয়ে দিয়েছেন মি. মোমেন।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো নিষেধাজ্ঞা আসতে পারে কিনা, তা নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘিরে খবর প্রকাশ করেছে প্রথম আলো। খবরটির শিরোনাম, আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে, আশা পররাষ্ট্রমন্ত্রীর।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে থাকা তাদের নাগরিকদের সতর্কতার সাথে চলাফেরা করতে বলাটা ‘অদ্ভূত’ এবং নির্বাচনের আগে এমন সতর্কতা দেয়া দু:খজনক।

মানবজমিনের এই বিষয়ক খবরের শিরোনাম যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এলে তা হবে দু:খজনক। বাংলাদেশের মার্কিন নাগরিকদের সতর্কতা না দিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অন্য দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া উচিৎ বলে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, এমনটি লেখা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে শপিং মল, বার, স্কুলে প্রায়ই আকস্মিক গোলাগুলির ঘটনা ঘটে বলে এই সতর্কতা জারি করা উচিৎ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

আর এই খবর নিয়ে ইত্তেফাকের শিরোনাম নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কারণ নেই। যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিতে পারে কিনা, সে বিষয়ে জানা নেই বলে পররাষ্টমন্ত্রী মন্তব্য করেছেন বলে প্রকাশিত হয়েছে এই খবরে।

উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন হঠাৎ হার্ডলাইনে সরকার – নির্বাচনকে সামনে রেখে চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে এমন প্রতিবেদন করেছে সমকাল।

নির্বাচনের আগে বিএনপির সরকারবিরোধী আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচীর কারণে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত-সংঘর্ষ বাড়ছে বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। সিলেট, খুলনা, পটুয়াখালী, ফেণীসহ বিভিন্ন জেলায় দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপির নেতাকর্মীদের অনেকে আহত হয়েছেন এবং দুইশোর বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে বলা হচ্ছে প্রতিবেদনে।

গত শুক্রবার রাজশাহীল একজন বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে ‘কবরে পাঠানো’র যে বক্তব্য দিয়েছেন – সেটিকে আওয়ামী লীগ ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি’ হিসেবে দেখছে এবং এটিকে ইস্যু হিসেবে নিয়ে কঠোর অবস্থানে গিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন বলে বলছেন প্রতিবেদক।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা - খবরটি এসেছে নয়া দিগন্তে। খবরে বলা হচ্ছে, রাজশাহীর সেই নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে পুঠিয়া থানায়।

আওয়ামী লীগের নিজেদের মধ্যে সংঘাতে এ বছর অন্তত ১২ জন মারা গেছে বলে Dozen Killed in factional clashes of AL since Jan শিরোনামে খবর প্রকাশ করেছে ইংরেজি দৈনিক নিউ এজ।

খবরে বলা হচ্ছে, স্থানীয় আধিপত্য, ব্যবসায়িক স্বার্থ আর নির্বাচনের ফলকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় হওয়া সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

আদার দাম বাড়া নিয়েও খবর প্রকাশ করেছে সমকাল। শিরোনামে বলা হচ্ছে পেঁয়াজের পর আদার দামেও বড় দুশ্চিন্তা। গত এক মাসে পেঁয়াজের পর এবার আদার দামও দ্বিগুণ বেড়েছে বলে উঠে এসেছে খবরে।

প্রতিবেদনটিতে ব্যবসায়ীদের বরাত দিয়ে বলা হচ্ছে যে আমদানি কম হওয়ায় আাদার দাম বেড়েছে। আর গত এক বছরে আদার দাম ২১৫% বেড়েছে বলে জানা গেছে টিসিবির তথ্য বিশ্লেষণ করে।

এমডি তাসকিম এ খানের সাথে বিরোধের জের ধরে ঢাকা ওয়াসার চেয়ারম্যান পরিবর্তনের খবরটি নিয়ে ডেইলি স্টারের শিরোনাম Govt appoints chairman of Dhaka Wasa.

ব্যবস্থাপনা পরিচালক তাসকিম এ খান ঢাকা ওয়াসাকে ‘দুর্নীতির আখড়ায়’ পরিণত করেছেন বলে কয়েকদিন আগে মন্ত্রণালয়ে অভিযোগ করেছিলেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম মোস্তফা। সেই প্রেক্ষাপটে চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে – এমনটা বলা হয়েছে এই প্রতিবেদনে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে আরো আট এলাকায় গাছ কাটবে বলে খবর প্রকাশ করেছে বণিক বার্তা।

খবরে বলা হচ্ছে, ধানমণ্ডির সাত মসজিদ রোডের সড়ক বিভাজক নতুন করে তৈরি করতে গিয়ে এরই মধ্যে পাঁচশোর বেশি গাছ কাটা হয়েছে। আর এর প্রতিবাদে এলাকাবাসী ও পরিবেশবাদীদের আন্দোলনের মুখেই আরো গাছ কাটার পরিকল্পনার বিষয়টি উঠে এসেছে এই প্রতিবেদনে।

সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে, যেসব সড়ক বিভাজকে বড় গাছ আছে সেগুলো কেটে ছোট ফুলগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির

দেশের প্রায় অর্ধেক রেললাইন ঝুঁকিতে শিরোনামে কালের কণ্ঠের খবরে উঠে এসেছে যে দেশের ৪৩ জেলার মধ্যে ৩৯ জেলার রেল লাইনেই সমস্যা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ে ও রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে খবরে বলা হচ্ছে গত তিন বছরে দুর্ঘটনার হার বেড়েছে। আর এই সময়ে রেল দুর্ঘটনায় মারা গেছে অন্তত ৭০০ জন।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে ডেইলি স্টারের খবর Polls on Thursday, yet voters unenthused. ভোটাররা নির্বাচন নিয়ে একেবারেই ভাবছেন না বলে মনে করছেন প্রতিবেদক।

এই খবরের প্রতিবেদক বলছেন, যে গাজীপুর শহরে গেলে কেউ বুঝতেই পারবে না যে দেশের সবচেয়ে বড় শহরে দুই দিন পরেই একটি নির্বাচন হতে যাচ্ছে। আওয়মাী লীগের মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের প্রচারনাও তেমন চোখে পড়ছে না বলে গাজীপুর ঘুরে করা সরেজমিন প্রতিবেদনে উঠে এসেছে।