সংবাদপত্র: চিনি ও তেলের দাম লাফিয়ে বাড়ছে, বিএনপিকে মোকাবেলায় আওয়ামী লীগের কৌশল এবং রপ্তানি আয়ে দুঃসংবাদ

সংবাদপত্র।
ছবির ক্যাপশান, সংবাদপত্র।

“সরকারি প্রাথমিক বিদ্যালয় গরিবই থেকে রয়ে গেল”-এমন শিরোনামে একটি বিশেষ প্রতিবেদনকে প্রধান খবর করেছে প্রথম আলো।

গত তিন মাসে ঢাকার ৪০টি প্রাথমিক বিদ্যালয় ঘুরে সেখানকার দুরাবস্থার চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।

খবরে বলা হয়েছে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সরকারের ১১৬০ কোটি টাকার প্রকল্প থাকলেও অগ্রগতি খুবই সামান্য দেখা গিয়েছে।

যুগান্তরের শিরোনাম “বিএনপিকে রাজপথেই মোকাবিলার প্রস্তুতি, নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ”। খবরে বলা হচ্ছে, বিএনপির এক দফা আন্দোলন কর্মসূচি নিয়ে ‘ভীত নয়’ বললেও বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখছে আওয়ামী লীগ।

জাতীয় নির্বাচনের আগে বিরোধী পক্ষের আন্দোলন মোকাবিলায় নিচ্ছে নানা প্রস্তুতি। এ নিয়ে আওয়ামী লীগের নেতারা বলেন তারা বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কেউ বসে থাকবে না।

এদিকে ঈত্তেফাকের প্রধান খবর “নতুন বাজেটে সুদ পরিশোধে ব্যয় এক লাখ কোটি টাকা ছাড়াবে”।

খবরে বলা হচ্ছে ডলারের চাইতে টাকার মান কমে যাওয়ায় এর প্রভাব বাজেটের ওপরেও পড়ছে। আসছে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬৯ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনরে প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রণালয় ।

এরমধ্যে সুদ বাবদই বরাদ্দ রাখতে হবে এক লাখ কোটি টাকার বেশি।

কালের কণ্ঠ
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

এদিকে ইংরেজি ভাষার পত্রিকা ডেইলি স্টারের শিরোনাম “Expanding Dhk-Ctg Highway: Impasse finally clearing up” । অর্থাৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সম্প্রসারণ: অবশেষে অচলাবস্থা কাটছে।

খবরে বলা হচ্ছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি কোথায় ছয় লেন হবে এবং কোথায় আট লেন হবে তা নির্ধারণে সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেছে।

দেশ-বিদেশের পরামর্শকদের একটি কনসোর্টিয়াম ইতিমধ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছে এবং ১০ মাসের মধ্যে কাজটি সম্পূর্ণ করবে বলে আশা করা হচ্ছে। মহাসড়ক প্রশস্ত করার জন্য নকশা প্রণয়নে আরও আট মাস সময় লাগবে।

কয়েক মাস ধরে চিনি ও তেলের বাজারে এক ধরনের টালমাটাল পরিস্থিতি চলছে। এ নিয়ে “ভোজ্যতেলে দুঃসংবাদ, সহজে মিলছে না চিনি” শিরোনামে প্রধান খবর করেছে সমকাল।

খবরে বলা হচ্ছে চিনির দাম এমন লাফিয়ে বাড়তে থাকায় বাজার থেকে উধাও হয়ে গিয়েছে প্যাকেটজাত চিনি। অভিযোগ রয়েছে, বাজারের অস্থিরতার সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী চিনি মজুত করে রেখেছে। ফলে বাজারে চিনির বেশ সংকট চলছে।

এদিকে সয়াবিন তেলের বাড়তি দাম কার্যকরের আগেই বাজারে বেড়ে গেছে তেলের দর। ভোজ্যতেলে ভ্যাট ছাড়ের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় এর দাম বাড়ানোর আবেদন জানিয়েছে তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।

এমন আরও নানা বিষয় উঠে এসেছে সমকালের এই বিশেষ প্রতিবেদনে।

দৈনিক সমকাল

ছবির উৎস, বিবিসি বাংলা

Anti-bullying policy for edn instts framed এমন ভিন্ন ধরণের একটি খবরকে শিরোনাম করেছে নিউ এইজ। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতন বা র‌্যাগিং প্রতিরোধে একটি নীতি প্রণয়ন করেছে সরকার যেখানে শাস্তির বিধান রাখা হয়েছে।

খবরে বলা হয়, শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্যাতনের ঘটনায় দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও ছাত্রাবাস অনিরাপদ হয়ে পড়েছে।

ডেইলি স্টারের প্রথম পাতায় আছে খবরটি। তাদের শিরোনাম “Anti bullying guidelines issued, Victims now can file criminal cases”।

প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরকারের ওই নীতিতে সাইবার বুলিং-এর পাশাপাশি মৌখিক এবং শারীরিক নির্যাতনের সংজ্ঞা দেয়া হয়েছে, যার মধ্যে ছাত্র, শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের যে কোনো ধরনের আক্রমণাত্মক আচরণে লিপ্ত হওয়ার দায়ে শাস্তি দেওয়ার বিধান রয়েছে।

সংবাদের শিরোনাম “এপ্রিলে বড় হোঁচট খেলো রপ্তানি আয়”। খবরে বলা হচ্ছে গত নভেম্বর থেকে পর পর চার মাস রপ্তানি ৫শ কোটি ডলার ছাড়িয়েছে।

কিন্তু এ মাসে রপ্তানি আয় এক ধাক্কায় চারশ কোটি ডলারের নীচে নেমে যায়। যা গত বছরের একই সময়ের চাইতে কমেছে ১৬.৫২ শতাংশ। এই ধারা আরও কয়েকমাস অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

দৈনিক সংবাদ

ছবির উৎস, বিবিসি বাংলা

বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম “বেপরোয়া হুন্ডিতে কমছে রেমিট্যান্স”। খবরে বলা হচ্ছে, বেপরোয়া হুন্ডি ব্যবসায়ীদের কারণে এবারে ঈদে প্রত্যাশিত প্রবাসী আয় দেশে আসেনি।

ঈদের মাস এপ্রিলে প্রবাসী আয় আগের মাসের চেয়ে কমে গেছে প্রায় ১৭ শতাংশ বা ৩৩ লাখ ডলার। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, প্রবাসী আয়ে ডলারের হুন্ডি ব্যবসায়ীরা দাম ব্যাংকের চেয়ে বেশি দিচ্ছে।

ভিন্ন ধরণের শিরোনাম করেছে কালের কণ্ঠ। “দেশে ৪৬ লাখ ভরি সোনা এনেছেন বিমানযাত্রীরা” এমন শিরোনামের খবরে বলা হচ্ছে, এক বছরে দেশে বিমানযাত্রীদের মাধ্যমে বৈধভাবে ৪৬ লাখ ভরির সমপরিমাণ ৫৪ টন সোনার বার এসেছে।

এর বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। ২০২২ সালে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এই সোনা আসে। আগের বছরের তুলনায় তা ৫৩ শতাংশ বেশি।

আম আহরণ নিয়ে শঙ্কা জাগাচ্ছে ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস” এমন ভিন্ন ধরণের শিরোনাম করেছে বনিক বার্তা। খবরে বলা হচ্ছে রাজশাহী জেলায় আজ থেকে গাছ থেকে পাকা আম আহরণ শুরু হতে পারে।

কিছুদিনের মধ্যেই দেশের অন্যান্য অঞ্চলেও বাণিজ্যিক ভিত্তিতে পাকা আম পাড়া শুরু হয়ে যাবে। তবে এখন আশঙ্কার বড় কারণ হয়ে উঠেছে প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। দুর্যোগের অভিঘাতে বিপুল পরিমাণ আম গাছেই নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বণিক বার্তা

ছবির উৎস, বিবিসি বাংলা

অন্যান্য খবর

ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধন হবে: আইনমন্ত্রী- এই শিরোনাম করেছে সংবাদ। এই প্রতিবেদনে বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের টেকনিক্যাল নোটের ভিত্তিতে আগামী সেপ্টেম্বরের মধ্য ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে আইনমন্ত্রী জানিয়েছেন। তবে আইনটি বাতিল হচ্ছে না বলেও তিনি জানান।

একই খবর প্রথম পাতায় আছে সমকালের। তাদের শিরোনাম ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন হবে। খবরে আইনমন্ত্রীকে উদ্বৃত করে বলা হয়েছে যে, যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তেমন কিছু সংশোধন আনা হবে। আগামী সেপ্টেম্বরে এটি সংশোধন করা হবে।’

প্রথম আলোর আরেকটি খবর “তিন সিটিতে দলীয় কোন্দল সামলাতে হচ্ছে আওয়ামী লীগকে”। প্রতিবেদনে বলা হচ্ছে, বরিশাল, গাজীপুর ও সিলেট—তিন সিটিতে দলের পুরো শক্তিকে সক্রিয়ভাবে ভোটের মাঠে নামানো কঠিন হবে বলে মনে করছে আওয়ামী লীগ। কারণ এই তিন সিটির নির্বাচনে দলীয় কোন্দল বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে আন্তর্জাতিক একটি খবর দ্বিতীয় শিরোনাম করেছে ঈত্তেফাক। “ক্রেমলিনে ড্রোন হামলা, বেঁচে গেলেন পুতিন” শিরোনামের ওই খবরে বলা হচ্ছে, রাশিয়ার সচিবালয় ক্রেমলিনা দুটো ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করা হয়। যেগুলো রুশ প্রতিরক্ষা বাহিনী আকাশেই ধ্বংস করে দেয়। মস্কো এই হামলাকে পুতিনকে হত্যার জন্য ইউক্রেনের চেষ্টা হিসেবে দেখছে।

কালের কণ্ঠের প্রথম পাতার খবর “ওয়াসার অর্ধেক পানিই লবনাক্ত”। এখানে মূলত চট্টগ্রাম মহানগরির সুপেয় পানি সংকটের নানা দিক তুলে ধরা হয়েছে। খবরে বলা হচ্ছে, নগরের প্রায় অর্ধেক এলাকায় চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানিতে মাত্রাতিরিক্ত লবণ পাওয়া যাচ্ছে।

ওয়াসা বলছে, কাপ্তাই হ্রদে পানির স্তর অনেক নেমে গেছে। এ কারণে হ্রদের পানি ছাড়া হচ্ছে না। এর প্রভাবে হালদার পানিতে লবণ বাড়ছে। পাশাপাশি কর্ণফুলী শাখানদীর পানিতে শেওলা অনেক বেড়ে যাওয়ায় ওয়াসার পানির উৎপাদন কমে গেছে।