হামাসের ব্যবহার করা গাজার টানেলের ভিতরের দৃশ্য

হামাসের ব্যবহার করা গাজার টানেলের ভিতরের দৃশ্য

গাজায় ইসরায়েলি স্থল আক্রমণের মূল লক্ষ্য হামাসের ৫০০ কিলোমিটার ভূগর্ভস্থ টানেল ধংস করা।

এসব টানেল ব্যবহার করে হামাস পণ্য পরিবহন, বিমান হামলা থেকে আশ্রয় নেওয়া এবং ইসরায়েলে হামলা চালায়।

কিন্তু টানেলের প্রবেশপথগুলি প্রায়ই আবাসিক এলাকার বিভিন্ন ভবনের মধ্যে লুকানো ফলে এসব টানেল ধংস করা বেশ চ্যালেঞ্জিং।

ধারণা করা হচ্ছে হামাস জিম্মিদের এসব গোপন সুড়ঙ্গে লুকিয়ে রেখেছে।

হামলা চালালে ওই জিম্মিদেরও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে।