আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'মনে হচ্ছিল নরকের আগুন জ্বলছে' - দাবানলে তছনছ আমেরিকার হাওয়াই
হাওয়াই রাজ্যের মাউই কাউন্টির ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঐ এলাকার। আমেরিকার অঙ্গরাজ্যটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলা হচ্ছে এই দাবানলকে।
এখন পর্যন্ত এই দাবানলে বহু মানুষের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে। আরো কয়েকশো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার এই আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে। কিন্তু তার আগে আবহাওয়া বিভাগ থেকে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সতর্কবার্তা দেয়া হয়নি।