আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
'হাসপাতালের লাশঘরের সামনে মানুষের ভিড়' - ওড়িশায় যা দেখলেন বিবিসি সংবাদদাতা
পূর্ব ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬১ জন মারা গেছে বলে জানা যাচ্ছে। প্রায় এক হাজার মানুষ এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
আহতদের অনেককে নিকটবর্তী শহর বালাসোরের হাসপাতালে নেয়া হয়েছে।
সেখানে গিয়েছিলেন বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী।