নৃত্যশিল্পী হতে চাওয়া যে নাইজেরীয় কিশোরের বৃষ্টিতে ব্যালে নাচার ভিডিও ভাইরাল হল

এগারো বছরের নাইজেরীয় কিশোর অ্যান্টনি মেসোমা মাদুর স্বপ্ন সে নাইজেরিয়ার পেশাদার ব্যালে নৃত্যশিল্পী হবে।

সে বলে আমি সারাক্ষণ নাচি। নাচই আমার জীবন।

"নাচ শুধু মেয়েদের জন্য নয়"- এই ধারণা সে ভাঙতে চায়।

বৃষ্টিতে খালি পায়ে তার নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এমনকী হলিউডের বড় বড় তারকা ও অন্যান্য বড় বড় শিল্পীরা তার নাচের এই ভিডিও অনলাইনে শেয়ার করছে।

নাইজেরিয়ার এক নাচের স্কুলে প্রশিক্ষণ নিচ্ছে অ্যান্টনি। সেখানে ১২ জন ছাত্রের মধ্যে সে একজন।