ভিডিও স্লাইড: মাসুদ রানার সুবর্ণ জয়ন্তী
বাংলাদেশের জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা গত ৫০ বছর ধরে বাংলাদেশের তরুণদের সামনে খুলে দিয়েছে সম্পূর্ণ নতুন এক দুনিয়ার দরোজা।
রানার হাত ধরে তারা ঘুরে বেড়িয়েছে নানা দেশে, অংশ নিয়েছে নানা ধরনের বিপজ্জনক `মিশনে`।
এখানে মাসুদ রানা সিরিজের কয়েকটি পর্বের প্রচ্ছদ নিয়ে বিবিসির স্লাইড-শো।