গান-গল্প: শাহনাজ রহমতউল্লাহ

বাংলাদেশের গানের জগতে অত্যন্ত পরিচিত একটি নাম শাহ্‌নাজ রহমত উল্লাহ্‌।

১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এ শিল্পী দশ বছর বয়স থেকেই গান শুরু করেন।

প্রায় সেই বয়সেই গান করেন চলচ্চিত্র, টেলিভিশন আর বেতারে।

খেলাঘর থেকে শুরু করা এ শিল্পীর কণ্ঠ শুরু থেকেই ছিল বেশ পরিণত।

গজল সম্রাট মেহদী হাসানের শিষ্যা হয়েছিলেন তিনি।

বাংলাদেশের দেশাত্মবোধক গানের দিকটা ধরতে গেলে সবার আগেই চলে আসে শাহ্‌নাজ রহমত উল্লাহর নাম।

তাঁর ভাই আনোয়ার পারভেজ ছিলেন সুরকার, তাঁর আরেক ভাই নায়ক জাফর ইকবালও করতেন গান।

গানের ক্ষেত্রে তাঁদের মায়ের অনুপ্রেরণাটাই ছিল বেশি।

বর্তমানে পুরোপুরি গান ছেড়ে দিয়েছেন শাহ্‌নাজ রহমত উল্লাহ্‌।

ক্যারিয়ারের ৫০ বছর পূর্তির সাথে সময় থাকতেই গান থেকে বিদায় নিতে ছেয়েছিলেন তিনি।

এছাড়া আরও একটি কারণ হল ধর্মপরায়ণ জীবন বেছে নেয়া।

এসব নানান প্রসঙ্গে শিল্পী শাহ্‌নাজ রহমত উল্লাহ্‌কথা বলেছেন বিবিসির গানগল্পে।

গান-গল্প পরিবেশন করছেন অর্চি অতন্দ্রিলা।