ঢাকার কর্মজীবি মায়েদের চ্যালেঞ্জ

বাংলাদেশে কর্মজীবী যেসব নারী সন্তান জন্মের পরপরই কাজে ফেরেন তাদের অনেকের জন্য একটা বড় সমস্যা হয় শিশু সন্তানকে ব্রেস্ট ফিডিং বা বুকের দুধ খাওয়ানো। যেসব কর্মজীবী নারী সকাল-সন্ধ্যা ব্যস্ত থাকেন কর্মক্ষেত্রে, তাদের মধ্যে যারা সন্তানদের ব্রেস্ট ফিডিং-এর সিদ্ধান্ত নেন তাদের জন্য কাজে ফেরা একটা বড় চ্যালেঞ্জ । কর্মক্ষেত্রে বুকের দুধ খাওয়ানোর নানাবিধ অসুবিধা এবং বেশির ভাগ কর্মক্ষেত্রেই ডে কেয়ার সেন্টার বা শিশু দিবাযত্ন কেন্দ্র না থাকায় ছয় মাসের কম বয়সেই শিশুদের অন্যান্য খাবারে অভ্যস্ত করছেন কেউ কেউ । আর দরিদ্র শ্রেণীর কর্মজীবী মায়েদের জন্যএই সমস্যা আরো প্রকট। কেননা, ঘরে সাহায্য করার মত কেউ না থাকায় শিশুকে নিয়েই তারা যান কাজে। ঢাকার ক'জন কর্মজীবী মায়ের সাথে কথা বলে আফরোজা সোমার প্রতিবেদন: