এ সপ্তাহের সাক্ষাৎকার

ভারতের অন্যতম বিশিষ্ট যাদুকর মানেকা সরকার।

maneka sarkar

ছবির উৎস, maneka

ছবির ক্যাপশান, যাদুকর মানেকা সরকার

মনে করা হয় তিনিই দেশটির প্রথম মহিলা যাদুকর, যিনি যাদুবিদ্যার সঙ্গে অভিনয় শিল্পকে মিশিয়েছেন।

পিতামহ প্রবাদ প্রতীম যাদুকর পি সি সরকার এবং পিতা স্বনামধন্য যাদুকর পি সি সরকার জুনিয়র’র যোগ্য উত্তরসূরি হিসেবে মানেকা সরকার ভারতের যাদু জগতে নিজের জায়গা করে নিয়েছেন।

যাদুবিদ্যার পারিবারিক ধারাকে বহমান রাখতেই যাদু মঞ্চে তাঁর আর্বিভাব।

ছোট থেকেই যাদুকর হওয়া ছাড়া মানেকা সরকার আর কিছু হয়ে ওঠার কথা ভাবতেই পারতেন না।

তবে ঘুমে, স্বপ্নে, জাগরণে শুধুই ম্যাজিক থাকা সত্ত্বেও একজন সফল যাদুকর হয়ে ওঠার জন্য তাঁকেও যে লড়াইটা ভালই লড়তে হয়েছে এবং ভারতের পুরুষ শাসিত সমাজ আজও যে একজন মহিলা যাদুকরকে সহজে জায়গা ছেড়ে দেয় না - সেই সব নানান অভিজ্ঞতার কথা মানেক সরকার বলেছেন বিবিসি বাংলাকে।

তাঁর এই সাক্ষাৎকারটি নিয়েছেন মালবী গুপ্ত।