সিংহাসন ত্যাগ করছেন স্পেনের রাজা হুয়ান কার্লোস

juan carlos

ছবির উৎস, AFP Getty

ছবির ক্যাপশান, রাজা হুয়ান কার্লোস এবং যুবরাজ ফিলিপে।

সিংহাসন ত্যাগের ঘোষণার পর স্পেনের রাজা হুয়ান কার্লোসের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইউরোপীয় নেতৃবৃন্দ।

প্রায় ৪০ বছর যাবত রাজা হুয়ান কার্লোস স্পেনের সিংহাসনে ছিলেন।

জেনারেল ফ্রাংকোর স্বৈরশাসনের পর স্পেনকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজা হুয়ান কার্লোসের ভূমিকার কথা স্মরণ করেছেন ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির নেতৃবৃন্দ।

স্পেনের প্রধান দু’টি রাজনৈতিক দলও রাজতন্ত্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যাক্ত করেছেন এবং ক্রাউন প্রিন্স ফিলিপের কাছে পদ হস্তান্তরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তবে কয়েক হাজার বিক্ষোভকারী স্পেনকে প্রজাতন্ত্র করার প্রশ্নে গণভোটের দাবী করছেন।

জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ৭৬ বছর বয়স্ক রাজা হুয়ান কার্লোস বলেন, নতুন শক্তি নিয়ে নতুন প্রজন্মের সামনে এগিয়ে আসার এটিই সময়। তিনি স্পেনের অর্থনৈতিক সংকটের কষ্টকর অধ্যায়ের বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, জাতিকে নতুন আশার যুগে নিয়ে যাবার জন্য ক্রাউন প্রিন্স ফিলিপে সম্পূর্ণ প্রস্তুত।

তবে সম্প্রতি যেসব কেলেঙ্কারি রাজতন্ত্রের জনপ্রিয়তায় চিড় ধরিয়েছে, সেসব সম্পর্কে রাজা হুয়ান কার্লোস কিছু বলেননি।

বেশ কিছুদিন যাবত রাজকন্যা ক্রিস্টিনা এবং তার স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে।

এছাড়াও রাজতন্ত্রের জনপ্রিয়তায় আরো চিড় ধরে, যখন ২০১২ সালে বোতসোয়ানায় রাজা হুয়ান কার্লোসের হাতি শিকারের জন্য একটি ব্যয়বহুল সফরের খবর প্রকাশিত হয়। পুরো স্পেন তখন অর্থনৈতিক সংকট নিয়ে উত্তপ্ত ছিল।

এদিকে স্পেনে রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গণভোটের দাবীতে বামপন্থী দলগুলো বিক্ষোভের আহ্বান করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, মাদ্রিদের পুয়ের্তা দেল সল স্কয়ারে প্রায় ২০ হাজার মানুষ সমবেত হয়েছে।

৪৬ বছর বয়স্ক প্রিন্স ফিলিপের সিংহাসনে আরোহণের প্রক্রিয়া নির্ধারণ করতে আগামী মঙ্গলবার স্প্যানিশ মন্ত্রীসভা একটি বৈঠকে বসবে। তিনি ষষ্ঠ রাজা ফিলিপে হিসেবে ক্ষমতাগ্রহণ করবেন।

কয়েক সপ্তাহের মধ্যেই তার অভিষেক হবে বলে ধারণা করা হচ্ছে।