এ সপ্তাহের সাক্ষাৎকারঃ জাফরুল্লাহ চৌধুরী

বাংলাদেশে সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে যে কজন দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী তাদের মধ্যে অন্যতম।

এ লক্ষ্যে তিনি গড়ে তুলেছেন বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। আশির দশকে বাংলাদেশে ওষুধ নীতি প্রবর্তনে তিনি বড় ভূমিকা রাখেন, যদিও এ কারণে তাকে সেসময় চিকিৎসকদের সমালোচনার মুখেও পড়তে হয়।

বিবিসি বাংলার এ সপ্তাহের সাক্ষাৎকার অনুষ্ঠানের এবারের অতিথি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ষাটের দশকে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র থাকা অবস্থায় ছাত্র ইউনিয়ন সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য গড়ে তোলেন বাংলাদেশ ফিল্ড হসপিটাল। এই হাসপাতাল চালানোর অভিজ্ঞতা থেকেই পরবর্তীতে গড়ে তোলেন গণস্বাস্থ্য কেন্দ্র।

বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা অভিজ্ঞতার কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার ফারহানা পারভীন।