এভারেস্ট চূড়ায় ওয়াসফিয়া নাজরীন

wasfia_nazreen

ছবির উৎস, Wasfia Nazreen

ছবির ক্যাপশান, ওয়াসফিয়া নাজরীন। ফাইল ছবি।
    • Author, ফরিদ আহমেদ
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরেকজন বাংলাদেশী নারী ওয়াসফিয়া নাজরীন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন।

এর আগে প্রথম বাংলাদেশী নারী হিসেবে নিশাত মজুমদার গত শনিবার ১৯ মে এভারেস্ট জয় করেন।

তবে ওয়াসফিয়া নাজরীনের এভারেস্টের চূড়ায় উঠেন তাঁর ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ অভিযানের অংশ হিসেবে।

বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে গত বছর তিনি সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আরোহনের এই অভিযান ঘোষণা করেন।

ইতোমধ্যে তিনি আফ্রিকা মহাদেশের শীর্ষ পর্বত কিলিমানজারো এবং দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতচূড়া অ্যাকোনকাগুয়ার অভিযান শেষ করেছেন।

শনিবার ভোরে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান বলে জানান বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড।

নাজরীনের এভারেস্ট অভিযানের আয়োজক এক্সপিডিশন হিমালয়া ডটকমও তার চুড়ায় ওঠার বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়াসিফয়া নাজরীন হিমালয়ের দক্ষিণ দিক থেকে তিনি এভারেস্ট চূড়ায় আরোহণ করেন এবং আগামীকাল সন্ধ্যা নাগাদ বেজক্যাম্পে ফিরে আসবেন বলে জানান মি রাকসান্ড।

গত সপ্তাহে প্রথম বাংলাদেশী নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করেছেন নিশাত মজুমদার। তার সাথে ছিলেন এম এ মুহিত যিনি এর আগে গত বছরের মে মাসেও এভারেস্ট জয় করেছিলেন।

তবে এম এ মুহিতেরও আগে ২০১০ সালের ২৩শে মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।

ওয়াসফিয়া নাজরীনের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন মুসা ইব্রাহীম।

ওয়াসফিয়া নাজরীনের গ্রামের বাড়ি ফেনী হলেও জন্ম ঢাকায়। একসময় বেসরকারী উন্নয়ন সংস্থায় কাজ করলেও পরে চাকরি ছেড়ে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশন। তারপরই চলতে থাকে পর্বত আরোহন অভিযান।