গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর

এবারের পর্বের অতিথি বাংলাদেশের পপ ও গণ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ফকির আলমগীর।

ষাটের দশক থেকে তিনি বাংলা গান করছেন।বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলনে তিনি তাঁর গান দিয়ে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। ৬৯ এর গণ অভ্যুথান,৭১ এর মুক্তিযুদ্ধ ও ৯০ এর সামরিক শাসন বিরোধী গণ আন্দোলনে তিনি সামিল হয়েছিলেন তার গান দিয়ে।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা পপ গানের বিকাশেও তার রয়েছে বিশেষ অবদান।

যুদ্ধের অভিজ্ঞতা থেকে সঞ্চিত যন্ত্রনাকে প্রকাশ করার জন্যই দেশজ সঙ্গীতের সাথে পাশ্চাত্য সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি ও তাঁর সময়কার কয়েক জন শিল্পী শুরু করেছিলেন প্রথম বাংলা পপ ধারার গান।

বিবিসি’র সাথে গান-গল্পে তার সঙ্গে কথা বলেছেন জাহাঙ্গীর রনি।