সাগর-রুনি হত্যা তদন্ত করবে র‍্যাব

ছবির উৎস, no credit

    • Author, শাহনাজ পারভীন
    • Role, বিবিসি বাংলা, ঢাকা

বাংলাদেশে এক সাংবাদিক দম্পতির হত্যা রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশ ব্যর্থ হওয়ার পর আদালত এই মামলার তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।

গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা আদালতে এসে তদন্তে কোন অগ্রগতি নেই বলে স্বীকার করার পর হাইকোর্ট এই নির্দেশ জারি করে।

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি গত ফেব্রুয়ারী মাসে ঢাকায় তাদের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের তদন্তের অগ্রগতি নিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এর আগে বিভিন্ন রকম পরস্পরবিরোধী তথ্য দিয়েছিলেন।

হাইকোর্টের বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক এবং জাহাঙ্গীর চৌধুরীর বেঞ্চ মামলার তদন্তের অগ্রগতি জানতে গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের তলব করেন।

আদালতে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মনিরুল ইসলাম স্বীকার করেন যে হত্যা রহস্য উদঘাটনে কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

আদালত এতে হতাশা প্রকাশ করে হত্যা তদন্তের দায়িত্ব র‍্যাবের কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের দুমাস পরও তদন্তে অগ্রগতি না হওয়ায় বিষয়টিতে আদালতের হস্তক্ষেপ কামনা করে একটি রীট আবেদন করেছিল একটি মানবাধিকার সংগঠন।

রীট আবেদনকারী আইনজীবী মনজিল মোর্শেদ বলেন, “হত্যাকান্ডের তদন্তে অগ্রগতি না হওয়ায় আদালত হতাশা এবং অসন্তষ্টি প্রকাশ করেন”।

আদালত একই সাথে র‍্যাবের তদন্ত পর্যবেক্ষণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি কমিটি গঠন করতে আদেশ দিয়েছেন। তবে এই কমিটি তদন্তে কোন হস্তক্ষেপ করবে না এমন নির্দেশনাও দিয়েছে আদালত।

একই সাথে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে আলামত রক্ষায় ব্যর্থতায় কে বা কারা দায়ী তা তদন্ত করতেও আদেশ দিয়েছে আদালত।