মালি পূর্ণ নিয়ন্ত্রণে:আমাদো সানোগো

পশ্চিম আফ্রিকার দেশ মালি’তে সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ক্যাপ্টেন আমাদো সানোগো বলছেন তিনি দেশটির পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন।

কোন ধরনের পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনাও তিনি নাকচ করে দিয়েছেন।

ক্যাপ্টেন সানোগো আরো বলেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেই তিনি সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন।

একই সাথে দেশটির উত্তরাঞ্চলে টুয়ারেগ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আনার পর তিনি একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে সড়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

ক্যাপ্টেন সানোগো দেশটির উত্তরে শক্ত অবস্থানে থাকা তুয়ারেগ বিদ্রোহীদের সাথে শান্তি আলোচনা চান।

টুয়ারেগ বিদ্রোহীরা উত্তরে বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে।

ক্যাপ্টেন আমাদো সানোগো পাল্টা কোন অভ্যুত্থান হবার বিষয় নাকচ করে দিলেও ঐ অঞ্চলে অবস্থানকারী বিবিসির সংবাদদাতা বলছেন অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে এই ক্যাপ্টেনের প্রতি সমর্থন কতটা রয়েছে তা এখনো পরিষ্কার নয়।

এদিকে লুটপাটের পর মালির রাজধানী বামাকো শনিবার বেশ শান্ত ছিল।

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আমাদো টোওমানিকে এখনো পর্যন্ত সেনাবাহিনীর কয়েকটি এলিট বাহিনী পাহারা দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।