সেনা নয়, গণঅভ্যুত্থান: বিএনপি

khaleda zia

ছবির উৎস, focus bangla

    • Author, মীর সাব্বির
    • Role, বিবিসি বাংলা

বাংলাদেশে বিরোধী নেত্রী খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপি সেনা নয়, গণঅভ্যুত্থানে বিশ্বাসী৻‘

রাজধানী ঢাকায় গণমিছিল শুরুর আগে এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন, বিএনপি জনগণকে নিয়ে গণঅভ্যুত্থান করবে৻

সেনাবাহিনীর ভেতরে সাম্প্রতিক অভ্যুত্থানচেষ্টার কথা উল্লেখ করে তিনি একথা বলেন৻

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট কোনো নির্বাচনে অংশ নেবে না বলে তিনি সরকারকে আবারো সতর্ক করে দিয়েছেন৻

নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপকে তিনি ‘সাজানো নাটক‘ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এর সবকিছুই আগে ঠিক করা ছিলো‘৻

খালেদা জিয়া বলেন, সরকার শেয়ারবাজারকে ধ্বংস করে দিয়েছে৻ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই শেয়ারবাজারকে ধ্বংস করা হয়েছে৻ তিনি বলেন, কখনো এর বিচার হয়নি৻ বিএনপি ক্ষমতায় এলে তার বিচার করা হবে৻

সমাবেশ শেষে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির গণমিছিল ঢাকার রাজপথে নেমে আসে৻

আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়া এই প্রথম মিছিল নিয়ে রাজপথে নেমে এলেন৻

গণমিছিলের কারণে অনেক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়৻

একই সময়ে সরকারি দল আওয়ামী লীগের মহানগর শাখাও ঢাকায় সমাবেশ করেছে৻

সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের শাস্তির দাবিতে তারা এই সমাবেশের আয়োজন করেছেন৻

তারা বলছেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্র করছে৻

তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে তারা বিরোধী দলকে সংসদে এসে কথা বলার আহবান জানান৻

সংবাদদাতারা বলছেন, বিরোধী ও সরকারি দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে শহরবাসীদের মধ্যে সকাল থেকেই কিছুটা আতঙ্ক ছিলো৻

রাস্তাঘাটে যানবাহনের চলাচলও ছিলো তুলনামূলকভাবে কম৻

রাজধানীতে ‌একই সময়ে আওয়ামী লীগের সমাবেশ

ছবির উৎস, focus bangla

ছবির ক্যাপশান, রাজধানীতে ‌একই সময়ে আওয়ামী লীগের সমাবেশ

বাচ্চাদের স্কুলে পাঠানো নিয়ে কোনো কোনো অভিভাবকের মধ্যে সংশয়েরও সৃষ্টি হয়েছিল৻

সংবাদদাতারা বলছেন, বিশেষ করে দেশের বিভিন্ন জায়গায় রোববারের সহিংসতা ও পুলিশের গুলিতে চারজনের মৃত্যুর পর ঢাকায় আজকের কর্মসূচিকে ঘিরে জনমনে এই আতঙ্কের সৃষ্টি হয়৻

পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সোমবার শহরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়৻