গাদ্দাফি কীভাবে মারা গেলেন?

বিদ্রোহীদের হাতে জীবিত কর্ণেল গাদ্দফি

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, বিদ্রোহীদের হাতে জীবিত কর্নেল গাদ্দফি

অগাষ্ট মাসে রাজধানী ত্রিপোলির পতনের পর, সিয়ার্ত-এ গড়ে ওঠে ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর শেষ প্রতিরোধ৻

গাদ্দাফি সমর্থকদের শেষ ঘাঁটি ছিলো শহরের উত্তর-পশ্চিমে ডিস্ট্রিক্ট-২৻

বৃহস্পতিবার ভোরের দিকে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগিকে নিয়ে কর্নেল গাদ্দাফি একটি গাড়িবহরে ডিস্ট্রিক্ট-২ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন৻

কর্নেল গাদ্দাফির ছেলে মুতাসসিমসহ গাড়িবহরটি লড়াই করে বিরোধী ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের যোদ্ধাদের প্রতিরোধ অতিক্রম করার চেষ্টা করে৻

স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে শহর থেকে ৩-৪ কিলোমিটার পশ্চিমে কয়েকটি ফরাসী জঙ্গী বিমান গাড়িবহরের উপর আক্রমণ শুরু করে৻

বিদ্রোহী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফরাসী বিমান হামলায় গাড়িবহরের অন্তত ১৫টি সশস্ত্র পিকআপ ট্রাক বিধ্বস্ত হয়৻

কর্নেল গাদ্দাফিসহ কয়েকজন দুটি বড় কনক্রিটের পাইপের ভেতরে আশ্রয় নেন৻

কর্ণেল গাদ্দাফির শেষ যাত্রা

ছবির উৎস, BBC World Service

ছবির ক্যাপশান, কর্ণেল গাদ্দাফির শেষ যাত্রা
কর্ণেল গাদ্দাফির মরদেহ

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, কর্নেল গাদ্দাফির মরদেহ

বিদ্রোহীরা তখন কাছাকাছি চলে আসে৻

বিদ্রোহী যোদ্ধাদের একজন রয়টার্সকে বলেন, প্রথমে তারা কামানের গোলা ছুঁড়তে থাকে কিন্তু সেটাতে কাজ হচ্ছিলো না৻

‘‘এর পর আমরা হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকি৻ গাদ্দাফির একজন লোক তখন বেরিয়ে আসে এবং আমাকে দেখেই গুলি শুরু করে‘‘, তিনি বলেন৻

‘‘আমার মনে হয় গাদ্দাফি সম্ভবত তাকে গুলি বন্ধ করতে বলেন৻

‘‘ঐ লোক তখন বলতে থাকে, ‘আমার নেতা এখানে আছেন, আমার নেতা এখানে আছেন‘, সে বলতে থাকে, ‘মুয়াম্মার গাদ্দাফি এখানে আছেন এবং তিনি আহত‘‘‘৻

বেলা ১২টার দিকে কর্নেল গাদ্দাফিকে জীবিত কিন্তু গুরুতর আহত অবস্থায় আটক করা হয়৻

টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় যে ভিডিও প্রচার করা হয় সেখানে দেখা যায় দৃশ্যত: বিভ্রান্ত মিঃ গাদ্দাফিকে বিদ্রোহী যোদ্ধারা টানা-হেঁচড়া করছে৻

তবে এর পরের ঘটনাবলী পরিস্কার না৻

লিবিয়ার ট্রান্সিশনাল কাউন্সিল বা এনটিসি-র প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল সাংবাদিকদের বলেন ‘ফোরেন্সিক‘ রিপোর্টে বলা হয়েছে, যে কর্নেল গাদ্দাফি গুলির আঘাতে মারা গেছেন৻

মিঃ জিবরিল বলেন এনটিসি বাহিনী মিঃ গাদ্দাফিকে আটক করে, তিনি কোন কোন বাধা দেননি এবং তারপর তাঁকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়৻

‘‘গাড়ি চলাকালে বিপ্লবী বাহিনী আর গাদ্দাফি বাহিনীর গোলাগুলির ক্রসফায়ারে পরে যে সময় তাঁর মাথায় গুলি লাগে,‘‘ ঐ রিপোর্ট উদ্ধৃত করে মিঃ জিবরিল বলেন৻

‘‘তবে ফোরেন্সিক ডাক্তাররা বলতে পারেন নি গুলিটি বিপ্লবী না গাদ্দাফি বাহিনীর দিক থেকে এসেছিলো,‘‘ তিনি বলেন৻

যুদ্ধ-বিধ্বস্ত সিয়ার্তের একটি সড়ক

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, যুদ্ধ-বিধ্বস্ত সিয়ার্তের একটি সড়ক

তবে একজন নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করে বিবিসিকে বলেন তিনি স্বচক্ষে দেখেছেন বেলা সাড়ে ১২টার দিকে কর্নেল গাদ্দাফিকে একটি ৯মিমি বন্দুক দিয়ে তলপেটে গুলি করা হয়৻

এনটিসি কর্মকর্তা আব্দেল মাজিদ ম্লেগতা রয়টার্সকে বলেন গাদ্দাফি দু‘পায়েই গুলিবিদ্ধ হন৻

‘‘তিনি মাথায়ও আঘাত পেয়েছিলেন,‘‘ তিনি বলেন৻ ‘‘তার দলকে লক্ষ্য করে প্রচুর গুলি ছোঁড়া হয়েছিলো, এবং তিনি মারা যান‘‘৻

ঘটনার অস্পষ্ট ভিডিও ছবি দ্রুত বিদ্রোহী যোদ্ধাদের মাঝে হাত বদল হতে থাকে৻

আল-জাজিরায় দেখানো আরেকটি ভিডিওতে কর্নেল গাদ্দাফির মৃতদেহ মাটিতে টেনে নিতে দেখা যায়৻

এনটিসি-র একজন মন্ত্রী রয়টার্সকে বলেন মিঃ গাদ্দাফির মরদেহ মিসরাতায় নিয়ে যাওয়া হয়েছে৻