গাদ্দাফি কীভাবে মারা গেলেন?

ছবির উৎস, Reuters
অগাষ্ট মাসে রাজধানী ত্রিপোলির পতনের পর, সিয়ার্ত-এ গড়ে ওঠে ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর শেষ প্রতিরোধ৻
গাদ্দাফি সমর্থকদের শেষ ঘাঁটি ছিলো শহরের উত্তর-পশ্চিমে ডিস্ট্রিক্ট-২৻
বৃহস্পতিবার ভোরের দিকে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগিকে নিয়ে কর্নেল গাদ্দাফি একটি গাড়িবহরে ডিস্ট্রিক্ট-২ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন৻
কর্নেল গাদ্দাফির ছেলে মুতাসসিমসহ গাড়িবহরটি লড়াই করে বিরোধী ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিলের যোদ্ধাদের প্রতিরোধ অতিক্রম করার চেষ্টা করে৻
স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে শহর থেকে ৩-৪ কিলোমিটার পশ্চিমে কয়েকটি ফরাসী জঙ্গী বিমান গাড়িবহরের উপর আক্রমণ শুরু করে৻
বিদ্রোহী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফরাসী বিমান হামলায় গাড়িবহরের অন্তত ১৫টি সশস্ত্র পিকআপ ট্রাক বিধ্বস্ত হয়৻
কর্নেল গাদ্দাফিসহ কয়েকজন দুটি বড় কনক্রিটের পাইপের ভেতরে আশ্রয় নেন৻

ছবির উৎস, BBC World Service

ছবির উৎস, Reuters
বিদ্রোহীরা তখন কাছাকাছি চলে আসে৻
বিদ্রোহী যোদ্ধাদের একজন রয়টার্সকে বলেন, প্রথমে তারা কামানের গোলা ছুঁড়তে থাকে কিন্তু সেটাতে কাজ হচ্ছিলো না৻
‘‘এর পর আমরা হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকি৻ গাদ্দাফির একজন লোক তখন বেরিয়ে আসে এবং আমাকে দেখেই গুলি শুরু করে‘‘, তিনি বলেন৻
‘‘আমার মনে হয় গাদ্দাফি সম্ভবত তাকে গুলি বন্ধ করতে বলেন৻
‘‘ঐ লোক তখন বলতে থাকে, ‘আমার নেতা এখানে আছেন, আমার নেতা এখানে আছেন‘, সে বলতে থাকে, ‘মুয়াম্মার গাদ্দাফি এখানে আছেন এবং তিনি আহত‘‘‘৻
বেলা ১২টার দিকে কর্নেল গাদ্দাফিকে জীবিত কিন্তু গুরুতর আহত অবস্থায় আটক করা হয়৻
টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় যে ভিডিও প্রচার করা হয় সেখানে দেখা যায় দৃশ্যত: বিভ্রান্ত মিঃ গাদ্দাফিকে বিদ্রোহী যোদ্ধারা টানা-হেঁচড়া করছে৻
তবে এর পরের ঘটনাবলী পরিস্কার না৻
লিবিয়ার ট্রান্সিশনাল কাউন্সিল বা এনটিসি-র প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল সাংবাদিকদের বলেন ‘ফোরেন্সিক‘ রিপোর্টে বলা হয়েছে, যে কর্নেল গাদ্দাফি গুলির আঘাতে মারা গেছেন৻
মিঃ জিবরিল বলেন এনটিসি বাহিনী মিঃ গাদ্দাফিকে আটক করে, তিনি কোন কোন বাধা দেননি এবং তারপর তাঁকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়৻
‘‘গাড়ি চলাকালে বিপ্লবী বাহিনী আর গাদ্দাফি বাহিনীর গোলাগুলির ক্রসফায়ারে পরে যে সময় তাঁর মাথায় গুলি লাগে,‘‘ ঐ রিপোর্ট উদ্ধৃত করে মিঃ জিবরিল বলেন৻
‘‘তবে ফোরেন্সিক ডাক্তাররা বলতে পারেন নি গুলিটি বিপ্লবী না গাদ্দাফি বাহিনীর দিক থেকে এসেছিলো,‘‘ তিনি বলেন৻

ছবির উৎস, Reuters
তবে একজন নিজেকে প্রত্যক্ষদর্শী হিসেবে দাবি করে বিবিসিকে বলেন তিনি স্বচক্ষে দেখেছেন বেলা সাড়ে ১২টার দিকে কর্নেল গাদ্দাফিকে একটি ৯মিমি বন্দুক দিয়ে তলপেটে গুলি করা হয়৻
এনটিসি কর্মকর্তা আব্দেল মাজিদ ম্লেগতা রয়টার্সকে বলেন গাদ্দাফি দু‘পায়েই গুলিবিদ্ধ হন৻
‘‘তিনি মাথায়ও আঘাত পেয়েছিলেন,‘‘ তিনি বলেন৻ ‘‘তার দলকে লক্ষ্য করে প্রচুর গুলি ছোঁড়া হয়েছিলো, এবং তিনি মারা যান‘‘৻
ঘটনার অস্পষ্ট ভিডিও ছবি দ্রুত বিদ্রোহী যোদ্ধাদের মাঝে হাত বদল হতে থাকে৻
আল-জাজিরায় দেখানো আরেকটি ভিডিওতে কর্নেল গাদ্দাফির মৃতদেহ মাটিতে টেনে নিতে দেখা যায়৻
এনটিসি-র একজন মন্ত্রী রয়টার্সকে বলেন মিঃ গাদ্দাফির মরদেহ মিসরাতায় নিয়ে যাওয়া হয়েছে৻








