প্রাইভেসি কমিশন গঠনের প্রস্তাব
বাংলাদেশে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার জন্য একটি প্রাইভেসি কমিশন গঠন করার প্রস্তাব করেছেন দেশটির উচ্চ আদালতের একজন সাবেক বিচারপতি৻ বলা হয়েছে এ কমিশনে কারো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লংঘিত হলে তার জন্য আইনি সুরক্ষা ও লঙঘনকারীর শাস্তির ব্যবস্খা থাকতে পারে৻ ঢাকায় ভয়েস নামের একটি গবেষণা প্রতিষ্ঠানে এক আলোচনা অনুষ্ঠানে বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ২০০৬এর টেলিযোগাযোগ আইনে সংশোধনী আনা উচিত, যাতে কতৃপক্ষকে টেলিফোন-ট্যাপিং করার অধিকার দেয়া হয়েছে৻ তিনি এ নিয়ে নাগরিক আন্দোলন গড়ে তোলার ওপরও জোর দেন৻ পুলক গুপ্ত এ নিয়ে কথা বলেছেন বিচারপতি গোলাম রাব্বানীর সাথে৻