অভিবাসীদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল গ্রিস?

ভিডিওর ক্যাপশান, অভিবাসীদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল গ্রিস?

বিবিসির এক তদন্তে নতুন প্রমাণ পাওয়া গেছে যা নিয়ে এক মাস আগে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী জাহাজ ডুবে যাওয়ার বিষয়ে গ্রিক কোস্টগার্ডের বর্ণনা নিয়ে আরও সন্দেহ তৈরি হয়েছে।

ঐ ঘটনায় ৮২ জনের জলে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে আশঙ্কা করা হচ্ছে আরও ৫০০ জনের মৃত্যু হতে পারে।

প্রাণে বেঁচে যাওয়া অভিবাসীদের সাথে বিবিসি কথা বলেছে।

এরা দাবি করেছেন, জাহাজ ডুবির পর ঐ ঘটনা নিয়ে গ্রিক কোস্টগার্ড তাদের মুখ বন্ধ রাখতে বলেছিল।

গ্রিক কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এনিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিবিসি সংবাদদাতা নিক বিক।