গরমে শ্রমজীবীদের ভোগান্তি হলেও ব্যবসা বেড়েছে অনেকের

ভিডিওর ক্যাপশান, গরমে শ্রমজীবীদের ভোগান্তি হলেও ব্যবসা বেড়েছে অনেকের

বাংলাদেশে গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তীব্র এই গরমে নাজেহাল সাধারণ মানুষ।

তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। কড়া রোদের মধ্যে কাজ করতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন তারা।

এদিকে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়লেও তাদেরকে কেন্দ্র করে শরবত ও বিভিন্ন পানীয়ের ব্যবসা বেশ জমজমাট হয়ে উঠেছে। তবে ডাবের অতিরিক্ত দামের কারণে ব্যবসায় ভাটা পড়েছে ডাব বিক্রেতাদের। কারণ অতিরিক্ত দামের কারণে ক্রেতারা ডাবের বদলে অন্য পানীয়ের দিকে ঝুঁকছেন।

তীব্র এই গরমে শ্রমজীবী মানুষেরা কীভাবে নিজেদের খাপ খাওয়াচ্ছেন জানতে দেখুন এই ভিডিওটি।

বিবিসি বাংলায় পড়তে পারেন: