কাছাকাছি না থাকা যুগলদের জন্য দূরচুম্বন যন্ত্র

ভিডিওর ক্যাপশান, কাছাকাছি না থাকা যুগলদের জন্য দূরচুম্বন যন্ত্র

এটি একটি অভিনব ডিভাইস।

কোভিড লকডাউনের সময় যেসব দম্পতি এক সঙ্গে থাকতে পারেন নি তাদের ভেবেই এটি উদ্ভাবন করা হয়েছিল।

একটি চীনা কোম্পানির তৈরি এই যন্ত্রটি দিয়ে ফোনের সাহায্যে প্রিয়জনকে চুম্বন করা যায়।

দূর থেকে চুমু খাওয়ার এই যন্ত্রটির ভবিষ্যৎ কী?