উত্তর কোরিয়া থেকে পালানোর অভিজ্ঞতা এক মেয়ে ও তার মায়ের মুখে

ভিডিওর ক্যাপশান, উত্তর কোরিয়া থেকে পালানোর অভিজ্ঞতা এক মেয়ে ও তার মায়ের মুখে

উত্তর কোরিয়া থেকে পালানো অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কোভিড মহামারির সময় থেকে কিম জং আনের সরকার সীমান্তে আরও নজরদারি বাড়িয়েছে। ফলে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া পালিয়ে আসা মানুষের সংখ্যা অনেক কমে গেছে। সাধারণত বছরে যেখানে কম-বেশি হাজার খানেক মানুষ পালাতো, সেখানে গত বছর এই সংখ্যা ছিল মাত্র ৬৭।

সোলে বিবিসির সংবাদদাতা জিন ম্যাকেঞ্জি কথা বলেছিলেন উত্তর কোরীয় তরুণী পার্ক সং মির সাথে যিনি সীমান্তে সেই বাড়তি কড়াকড়ির ঠিক আগে উত্তর কোরিয়া থেকে পালাতে পেরেছিলেন