চীনকে মোকাবেলায় তাইওয়ান যেভাবে প্রস্তুতি নিচ্ছে
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে এক বিতর্কিত বৈঠকে বসতে যাচ্ছেন, যা বেইজিং-কে সাংঘাতিক ক্ষুব্ধ করেছে।
গত বছর সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেটি ছিল দেশটিতে গত ২৫ বছরের মধ্যে এত উচ্চ পর্যায়ের কোন মার্কিন কর্মকর্তার সফর। এর জের ধরে স্বশাসিত এই দ্বীপটিকে ঘিরে এযাবতকালের সবচেয়ে বড় চীনা সামরিক মহড়া শুরু হয়েছিল।
বেইজিং মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ, এবং একদিন এটি চীনের মূল ভূখন্ডের অংশ হবে। সম্ভাব্য চীনা হামলা ঠেকাতে তাইওয়ান কিভাবে প্রস্তুতি নিচ্ছে, তা নিয়ে তাইপে থেকে বিবিসির ড্যানি ভিনসেন্টের রিপোর্ট: