বঙ্গবাজার অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন বহু ব্যবসায়ী

ভিডিওর ক্যাপশান, বঙ্গবাজার অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেছেন বহু ব্যবসায়ী

চাকরি থেকে অবসর নিয়ে পেনশনের সব টাকা বিনিয়োগ করে বঙ্গবাজারে দোকান দিয়েছেন মনজুর হোসেন, আগুনে পুড়ে তাঁর দুইটা দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলছিলেন জীবনের শেষ সম্বলটুকু ব্যবসায় বিনিয়োগ করেছিলেন যাতে স্বচ্ছলভাবে চলতে পারেন, এখন সহায় সম্বল দুটোই হারিয়েছেন তিনি।

অন্যদিকে চোখের সামনে পুড়তে দেখেছেন নিজের দুইটি দোকান, কিন্তু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিলো না মোহাম্মদ মাসুদের। প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ ছিলো তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে, রাতারাতি নিঃস্ব হয়ে গেলেন তিনিও।

ঢাকার বঙ্গবাজারে অগ্নিকান্ডে এমন অনেক ব্যবসায়ী একেবারে পথে বসে গেছেন, ঈদ উপলক্ষ্যে প্রায় সব ব্যবসায়ীই ঋণ নিয়ে বিনিয়োগ করেছেন। আর দশ দিন পরেই তাদের সেই বিনিয়োগ উঠে আসার কথা ছিলো, কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন দিশেহারা এসব ব্যবসায়ীরা।

আরও জানতে দেখুন ভিডিওটি।

আরো পড়তে পারেন: