অনলাইনে প্রেমের ফাঁদ: সক্রিয় আন্তর্জাতিক চক্র

ভিডিওর ক্যাপশান, অনলাইনে প্রেমের ফাঁদ: সক্রিয় আন্তর্জাতিক চক্র

তিনটি ধাপে নারীদের অনলাইন রোমান্সের ফাঁদে ফেলা হয়। প্রথম ধাপ শিকার খুঁজে বের করা।

দ্বিতীয় ধাপ, শিকারকে আকৃষ্ট করা।

তৃতীয় ধাপ ঝোপ বুঝে কোপ মারা।

যারা নারীদের এই ফাঁদে ফেলে সেসব স্ক্যামারদের কুকুর বলা হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এমন শত শত স্ক্যামিং গ্যাং আছে। তারা গোপন ও নিরাপদ জায়গা থেকে টিম চালায়। যদিও সব স্ক্যামাররা স্বেচ্ছায় এটা করে না।

বিবিসি আইয়ের অনুসন্ধানে উঠে এসেছে বিস্তারিত।

বিবিসি বাংলার অন্যান্য খবর: