যাত্রী নিরাপত্তা: সিট বেল্ট আবিষ্কার করে লক্ষ জীবন রক্ষা করেছেন এই ব্যক্তি
ভোলভো ছিল বিশ্বের প্রথম গাড়ি নির্মাতা কোম্পানি যারা থ্রি-পয়েন্ট সেফটি বেল্ট চালু করেছিল।
এটি আবিষ্কার করেছিলেন ভোলভো'র একজন ইঞ্জিনিয়ার নিলস্ বোলিন।
৫০ বছর পর বিশ্বজুড়ে এখন প্রতিটি গাড়িতে সিট বেল্ট ব্যবহার বাধ্যতামূলক।
আর তার এই আবিষ্কার রক্ষা করে চলেছে লাখ লাখ যাত্রীর জীবন।