পাকিস্তান: চরম সংকটে অর্থনীতি, কীভাবে সামাল দেবেন শেহবাজ শরীফ?
পাকিস্তানের অর্থনীতির হাল এখন বেসামাল অবস্থা।
নানা ধরনের সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
বৈদেশিক ঋণের কিস্তি মেটানোর অর্থ জোগাড় করতে সরকার ঘুরছে বন্ধু রাষ্ট্রগুলোর দোরে দোরে।
কীভাবে পরিস্থিতি সামাল দেবে শেহবাজ শরীফের সরকার?
বিবিসি উর্দুর শুমায়লা জাফরির রিপোর্ট, পরিবেশন করছেন মাসুদ হাসান খান।