বিদেশি শিক্ষার্থীরা মেডিকেল পড়াশুনার জন্য বাংলাদেশে আসে কেন?

ভিডিওর ক্যাপশান, বিদেশি শিক্ষার্থীরা মেডিকেল পড়াশুনার জন্য বাংলাদেশে আসছে কেন?

বাংলাদেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজে এখন অনেক বিদেশি শিক্ষার্থী আছে, যাদের বেশিরভাগ এসেছেন পাকিস্তান, নেপাল এবং ভারত থেকে।

এই শিক্ষার্থীদের বেশিরভাগই পড়াশুনা করছেন বেসরকারি মেডিকেল কলেজগুলোতে।

কর্তৃপক্ষ বলছে, গত কয়েক বছর ধরে বিদেশি শিক্ষার্থীদের আসার সংখ্যা বাড়ছে।

ভারত এবং পাকিস্তান থেকে আসা শিক্ষার্থীরা বিবিসিকে বলেছেন, অনেকে বৃত্তি নিয়ে মেডিকেল কলেজগুলোতে পড়তে আসেন।

বিবিসি বাংলার আরো খবর: