সাইকেল জট ছাড়াতে আমস্টারডামে পানির নীচে পার্কিং

ভিডিওর ক্যাপশান, সাইকেল জট ছাড়াতে আমস্টারডামে পানির নীচে পার্কিং

নেদারল্যান্ডসের আমস্টারডামে সম্প্রতি পানির নীচে শুধু বাইসাইকেল রাখার একটি পার্কিং লট করা হয়েছে।

সাড়ে ছয় কোটি ডলারে নির্মিত এই পার্কিংয়ে কয়েক হাজার সাইকেল রাখা যাবে।

শহরের বাসিন্দারা প্রায় সবাই কম-বেশি সাইকেল চালায়। ফলে যত্রতত্র সাইকেল রেখে যাওয়া নিয়ে সংকট নিরসনে এই প্রথম ভিন্নধর্মী একটি সমাধানের পথ নিয়েছে নগর কর্তৃপক্ষ। বিবিসির অ্যানা হোলিগ্যানের পাঠানো রিপোর্ট