যেভাবে শরীর বাঁকিয়ে অর্থ রোজগার করেন গ্যাবনের এক তরুণ
গ্যাবনের এক তরুণ জরেস কম্বিলার শরীর অস্বাভাবিক রকমের নমনীয়।
অদ্ভুত উপায়ে তিনি তার শরীর বাঁকাতে পারেন।
এই ক্ষমতার জন্য শৈশব থেকেই তাকে নানা ধরনের খারাপ কথা শুনতে হয়েছে।
কিন্তু এখন তিনি সোশাল মিডিয়াতে অদ্ভুত রকমের শারীরিক কসরতের ভিডিও ও ছবি পোস্ট করে অর্থ উপার্জন করছেন।