বাংলাদেশের গ্রামে তৈরি হচ্ছে আরব শেখদের অভিজাত পোশাক 'বিস্ত'

ভিডিওর ক্যাপশান, বাংলাদেশের গ্রামে তৈরি হচ্ছে আরব শেখদের অভিজাত পোশাক

দুই হাজার বাইশ সালের ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে একটি কালো পোশাক 'বিস্ত' পরিয়ে দেন কাতারের আমীর। এরপর বিশ্বজুড়ে আলাপ শুরু হয় এই পোশাক নিয়ে।

মূলত আরবদের আভিজাত্য প্রকাশে পরা হয় এই পোশাক। বিশেষ ধরণের সুতা আর হাতে তৈরি এই পোশাকের দাম কখনও কখনও লাখ টাকা ছাড়িয়ে যায়।

প্রায় তিন লক্ষ টাকা দামের সুতা দিয়ে বোনা হয় আরব শেখদের অভিজাত পোশাক 'বিস্ত'। উনিশশো নিরানব্বই সালে সৌদি আরব গিয়ে এই পোশাক তৈরির কৌশল শিখেন বগুড়ার রায়হান আলী।

এরপর নিজেই সৌদি আরব, পরে কাতারে এই পোশাক তৈরির ব্যবসা করেন।

বাংলাদেশে ফিরে এসে নিজেই গড়ে তোলেন 'বিস্ত' তৈরির কারখানা।

বগুড়ায় নিজ গ্রামে গড়ে তোলা তার এই কারখানায় তৈরি হয় লাখ টাকা দামের পোশাক এবং সেগুলো রপ্তানিও হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।

কীভাবে রায়হান আলী এই কারখানা তৈরি করলেন, দক্ষ কারিগরই বা জোগাড় করলেন কীভাবে? আর এই পোশাক তৈরিতে কী ধরনের বিশেষত্ব লাগে জানতে দেখুন শাহনেওয়াজ রকির এই ভিডিওটি।

বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: