গ্যাস সংকটের প্রভাব রান্নাঘরে, বিকল্প কী আছে? বাড়তি কেমন খরচ?

ভিডিওর ক্যাপশান, গ্যাস সংকটের প্রভাব রান্নাঘরে, বিকল্প কী আছে? বাড়তি কেমন খরচ?

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের প্রভাব পড়েছে রান্নাঘরে, অনেক এলাকাতেই সকাল থেকে বিকাল অবধি রান্নার চুলাই জ্বলছে না।

বিভিন্ন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা জানিয়েছেন এই সমস্যা সামলাতে বিকল্প পদ্ধতি বের করতে হচ্ছে তাদের। অনেকেই রাতে বা ভোরে রান্নার কাজটি সারছেন।

আবার অনেকে গ্যাসের লাইনের নির্ভরতা কমাতে কিনছেন সিলিন্ডার গ্যাস, ইলেকট্রিক চুলা, রাইস কুকার। কেউ কেউ স্টোভ, ওভেন, ইলেকট্রিক কেটলিও ব্যবহার করছেন প্রয়োজনে।

কিন্তু এই বিকল্প খুঁজতে গিয়ে অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে তাদের। এ নিয়ে ক্ষোভও আছে মানুষের মনে। আফরোজা নীলার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত। ভিডিওটি দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও।

বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: