বিএনপি: বহু বাধা পেরিয়ে ঢাকায় দলীয় সমাবেশ কেমন হল?

ভিডিওর ক্যাপশান, বিএনপির ঢাকা সমাবেশ কেমন হল?

ক্ষমতাসীন দল ও প্রশাসনের নানা ধরণের বাধা পেরিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে বিএনপির ঢাকা সমাবেশ।

এই সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ গত কয়েকদিন ধরেই ঢাকায় জড়ো হয়েছেন।

তবে সমাবেশের আগেরদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এবং সিনিয়র নেতা মির্জা আব্বাস গ্রেফতার হওয়ার পর কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল সমাবেশ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল সম্দেহ।

এই সমাবেশে সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের দাবিসহ ১০ দফা ঘোষণা দেয় বিএনপি নেতারা।

এনিয়ে শাহনাওয়াজ রকির ভিডিওতে দেখুন আকবর হোসেনের প্রতিবেদন।