বিএনপি: বিরোধীদলের গণসমাবেশের দিন যেমন ছিল ঢাকা শহরের পরিস্থিতি

ভিডিওর ক্যাপশান, বিএনপির সমাবেশের দিন যেমন ছিল ঢাকার পরিস্থিতি

ঢাকায় বিএনপির সমাবেশের দিন শহরের চিত্র ছিল অনেকটা হরতালের মত।

নগরীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন সকাল থেকেই। কোথাও দল বেধে অবস্থান করে আবার কোথাও মটর সাইকেলে মহড়া দিয়ে কিংবা কোথাও আবার সামিয়ানা টাঙ্গিয়ে সমাবেশের আয়োজন করে বিএনপির সমালোচনা করে বক্তব্য বিবৃতি ও শ্লোগান দিয়ে যাচ্ছিলেন তারা।

একদিকে বিএনপির সমাবেশ আর অন্যদিকে সরকারি দলের এমন তৎপরতা মধ্যে শনিবারে ঢাকার যে স্বাভাবিক চিত্র সাধারণত দেখা যায় আজ তেমনটি দেখা যায়নি। বরং দোকানপাট শপিংমলগুলো ছিলো অনেকটাই বন্ধ আর বেশিরভাগ এলাকার রাস্তাঘাটে বেলা অন্তত তিনটা পর্যন্ত যানবাহনের সংখ্যা ছিলো হাতে গোনা।

শনিবার ঢাকা শহরের চিত্র কেমন ছিল,এ নিয়ে নাগিব বাহারের ক্যামেরায় দেখুন রাকিব হাসনাতের প্রতিবেদন।