আফগানিস্তানে ক্ষুধার জ্বালায় মেয়েকে বিক্রি করে দিচ্ছেন বাবা

ভিডিওর ক্যাপশান, আফগানিস্তানে ক্ষুধার জ্বালায় মেয়েকে বিক্রি করে দিচ্ছেন বাবা

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটিতে যে তীব্র অর্থনৈতিক এবং খাদ্য সংকট দেখা দিয়েছে, সেখানে মানুষ এখন মরিয়া হয়ে বাঁচার জন্য নিজের মেয়েকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে।

বিবিসি এক অনুসন্ধানে আরও জানতে পেরেছে, ক্ষুধার্ত সন্তানদের খাবার না দিতে পেরে অনেকে এমনকি তাদের ক্ষতিকর ট্যাবলেট খাইয়ে নির্জীব করে রাখছে।

আফগানিস্তানের অর্থনীতি রীতিমত ধসে পড়েছে এবং জাতিসংঘ বলছে, সেখানে লাখ লাখ মানুষ এখন অনাহারের মুখোমুখি।

আফগানিস্তানের হেরাত প্রদেশ থেকে পাঠানো বিবিসির ইয়োগিতা লিমাইয়ের এই রিপোর্টে অনেক বিচলিত হওয়ার মতো বিষয় আছে: