মিশরে শত বছর আগে ফারাও তুতানখামুনের সমাধি কিভাবে আবিষ্কার হয়েছিল?

ভিডিওর ক্যাপশান, মিশরের ফারাও তুতানখামুনের সমাধি ১০০ বছর আগে কীভাবে আবিষ্কার হয়েছিল?

একশো বছর আগে এক মিশরীয় বালক পানি আনতে গিয়ে একটি পাথরে হোঁচট খেয়ে ছিটকে পড়ে।

ওই ঘটনার পরই ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার এবং তার দল লুক্সর ভ্যালি অফ দ্য কিংসে ঐ জায়গায় খনন শুরু করেন।

সেই খনন কাজেই আবিষ্কার হয় মিশরের ফারাও তুতেনখামুনের সমাধি।

বিবিসি বাংলার আরও খবর: