আলঝেইমার্স: ভুলে যাওয়া রোগটি কেন হয়, স্মৃতি হারানোর সাথে পার্থক্য কী?

ভিডিওর ক্যাপশান, আলঝেইমার্স কী? ডিমেনশিয়ার সঙ্গে এই রোগের পার্থক্য কী?

আলঝেইমার্স মস্তিস্কের এক ধরনের রোগ যার ফলে রোগী কিছু মনে রাখতে না পারে না । এর পাশাপাশি চিন্তাভাবনা ও আচার-আচরণেও আসে নানা ধরনের পরিবর্তন।

পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে চিন্তা-চেতনার ক্ষয় ঘটতে থাকে। অনেক সময় কয়েক বছর ধরে ধীরে ধীরে বাড়তে থাকে এই রোগের লক্ষণগুলো।